Positive effect of Ozempic

রোগা হওয়ার ওষুধে হাঁটার ক্ষমতা বাড়ছে ডায়াবিটিসের রোগীদের! পঙ্গুত্ব ঠেকাতে কাজে লাগবে কি?

সেমাগ্লুটাইড যা ওজ়েমপিক নামে বাজারে বিক্রি হচ্ছে, তা খেলে দ্রুত ওজন হয়তো ঝরবে, কিন্তু তাতে দীর্ঘ মেয়াদে শরীরের ক্ষতিও হতে পারে। সেই দাবির স্বপক্ষে প্রমাণ না মিললেও একটি গবেষণায় জানা গিয়েছে, ওজ়েমপিক শরীরের উপকারেও লাগে।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ৩১ মার্চ ২০২৫ ১৮:৫৪

ছবি : সংগৃহীত।

ওষুধ খেয়ে যদি রোগা হওয়া যায় তা হলে তো জীবনের অর্ধেক সমস্যারই সমাধান হয়ে যায়। রোগা হওয়ার ওষুধ ওজ়েমপিক নিয়ে তাই আলোচনা থামতেই চাইছে না সমাজমাধ্যমে। বিদেশের বাজারে সহজলভ্য এই ওষুধ এখন পাওয়া যাচ্ছে ভারতেও। তবে ওই ওষুধের পার্শ্বপ্রতিক্রিয়া নিয়ে এখনও সন্দিহান ভারতীয় ফিটনেস বিশেষজ্ঞেরা। তাঁদের অনেকেরই দাবি, সেমাগ্লুটাইড যা ওজ়েমপিক নামে বাজারে বিক্রি হচ্ছে, তা খেলে দ্রুত ওজন হয়তো ঝরবে, কিন্তু তাতে দীর্ঘ মেয়াদে শরীরের ক্ষতিও হতে পারে। সেই দাবির স্বপক্ষে প্রমাণ না মিললেও একটি গবেষণায় জানা গিয়েছে, ওজ়েমপিক শরীরের উপকারেও লাগে। বিশেষ করে যে সমস্ত ডায়াবিটিস রোগীরা হাঁটার ক্ষমতা হারিয়ে ফেলেন, তাঁদের চিকিৎসায় ওই সেমাগ্লুটাই়ড অত্যন্ত উপযোগী।

Advertisement

'দ্য ল্যানসেট' জার্নালে প্রকাশিত হয়েছে এ সংক্রান্ত গবেষণাপত্রটি। গবেষণাটি করেছে আমেরিকান কলেজ অফ কার্ডিয়োলজি। তাতে বলা হয়েছে, যে সমস্ত ডায়াবিটিসের রোগীদের পেরিফেরাল আর্টারি ডিজ়িজ় রয়েছে, অর্থাৎ যাঁদের ধমনী পথ সরু হয়ে যাওয়ায় শরীরের বিভিন্ন অঙ্গ-প্রত্যঙ্গ, বিশেষ করে হাত এবং পায়ে ভাল ভাবে রক্ত সঞ্চালিত হয় না। সেই ধরনের ডায়াবিটিসের রোগীদের হাঁটতে সাহায্য করেছে সেমাগ্লুটাইড।

পেরিফেরাল আর্টারি ডিজ়িজ় কী?

টাইপ টু ডায়াবিটিসের রোগীদের অনেকেই পেরিফেরাল আর্টারি ডি়জ়িজ়ে আক্রান্ত হন। এই রোগে হাতে-পায়ে যথাযথ রক্ত সঞ্চালন প্রায় বন্ধ হয়ে যাওয়ায় রোগীদের স্বাভাবিক হাঁটাচলায় সমস্যা দেখা যায়। অনেকের সমস্যা গুরুতর হলে অঙ্গ বাদ দিতেও হয়।

গবেষণায় কী পাওয়া গিয়েছে?

টাইপ টু ডায়াবিটিস এবং পেরিফেরাল আর্টারি ডিজ়িজ়ে আক্রান্ত প্রাপ্তবয়স্কদের নিয়মিত ১ মিলিগ্রাম করে সেমাগ্লুটাই়ড দিয়ে তাঁদের উপর নজর রাখা হয়েছিল। করা হয়েছিল রক্ত সঞ্চালনের পরীক্ষাও। সেই পরীক্ষায় দেখা গিয়েছে রোগীদের সেমাগ্লুটাইড দেওয়ার পরে তাঁরা ১৩ শতাংশ বেশি দূরত্ব অতিক্রম করেছেন। শুধু তা-ই নয় তাঁদের হাতে পায়ে রক্ত সঞ্চালনের মাত্রাও বেড়েছে কিছুটা।

কেন এই গবেষণালব্ধ ফলাফল গুরুত্বপূর্ণ?

হৃদরোগের চিকিৎসক এবং কানাডার কার্ডিয়াক সার্জারি গবেষণা কেন্দ্রের বিজ্ঞানী সুবোধ বর্মা জানাচ্ছেন, পেরিফেরাল আর্টারি ডিজ়িজ় একটি অত্যন্ত গুরুতর সমস্যা এবং এই চিকিৎসার নতুন কোনও চিকিৎসা পদ্ধতি এখনও পাওয়া যায়নি। যাঁদের ওই রোগ হয়, তাঁদের কাজ করার ক্ষমতা কমে যায়, যন্ত্রণা ছাড়া হাঁটাও প্রায় অসম্ভব হয়ে পড়ে। ওই রোগীদের সুস্থ করে তুলতে কোনও চিকিৎসা পদ্ধতি যদি হাতে-পায়ে রক্ত সঞ্চালন বৃদ্ধি করার বিষয়টি নিশ্চিত করতে পারে, তবে তা অবশ্যই রোগীর কাজে লাগবে।

Advertisement
আরও পড়ুন