weeding

Bizarre News: বিরাট কোহলী থেকে রবীন্দ্রনাথ, রাজস্থানের এই জেলায় বিয়ে হত না কারওই! জারি আজগুবি নিয়ম

দাড়ি থাকলে অসুবিধা নেই। তবে বিয়ের পিঁড়িতে বসার আগে অবশ্যই তা কেটে ফেলার কথা বলা হয়েছে।

Advertisement
নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ১৮ জুন ২০২২ ১২:৫৬

ছবি: সংগৃহীত

ধর্ম, সংস্কৃতি, স্থানভেদে বিয়ের নিয়মে বিভিন্নতা দেখতে পাওয়া যায়। তাই বলে এমন অদ্ভুত নিয়ম! রাজস্থানের পালি জেলার পঞ্চায়েতের তরফ থেকে বলা হয়েছে, পুরুষরা বিয়ে করতে চাইলে তাদের দাড়ি থাকলে চলবে না। অর্থাৎ বিয়ে করার জন্য দাড়ি কেটে ফেলা বাধ্যতামূলক। পালি জেলার প্রায় ১৯টি গ্রামে এই ধরনের নিয়ম চালু করা হয়েছে। দাড়ি থাকলেও তা কেটে একেবারে পরিষ্কার হয়ে তবেই বিয়ের পিঁড়িতে বসতে পারবেন বর।

Advertisement

প্রত্যেকটি বিয়ের ক্ষেত্রেই এমন নিয়ম প্রযোজ্য করেছে রাজস্থানের এই পঞ্চায়েত। এ ছাড়াও বিয়ের সময় ডিজে রাখার উপরও নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। এমনকি, কনে কতটা গয়না পরবেন, বিয়ের খাবারে কী কী পদ থাকবে তা-ও ঠিক করে দেবে পঞ্চায়েত। মূলত বিয়ের সময় বিপুল খরচের উপর রাশ টানতেই এই ধরনের নিয়ম চালু করা হয়েছে বলে মনে করা হচ্ছে।

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তেফলো করুন আমাদের Google News, Twitter এবং Instagram পেজ

Advertisement
আরও পড়ুন