kajal

DIY Kajal: ঘন ঘন কাজল শেষ হয়ে যায়? খরচ কমাতে বাড়িতেই বানিয়ে ফেলতে পারেন

অনেক মেয়েই অন্য মেকআপ না করলেও প্রত্যেক দিন নিয়ম করে কাজ লাগান চোখে। বাজার থেকে না কিনে বাড়িতেই বানিয়ে ফেলুন

Advertisement
নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ০৮ সেপ্টেম্বর ২০২১ ১৯:২১
প্রতীকী ছবি।

প্রতীকী ছবি।

বাঙালি মেয়েদের কাজল বিশেষ পছন্দের প্রসাধনী। অন্য কোনও মেকআপ করুন বা না করুন, প্রত্যেক দিন বেরোনোর আগে নিয়ম করে কাজল লাগান চোখে। বাজারে তৈরি কাজল পেনসিন বেশ তাড়াতাড়ি শেষ হয়ে যায় তাই। খরচও তেমন কম নয়। তাই বার বার দোকান থেকে বা অনলাইনে কেনার ঝক্কি এড়াতে বাড়িতে বানিয়ে নিতে পারেন নিজের কাজল। কী করে তৈরি করবেন জেনে নিন।

কী কী লাগবে

Advertisement

ঘি বা তিলে তেল

স্টিল বা রূপোর প্রদীপ

মোটা সলতে

তামার প্লেট

প্রতীকী ছবি।

প্রতীকী ছবি।

কী করে বানাবেন

তেল বা ঘি ঢেলে প্রদীপ জ্বালান।

সলতে তা ভাল করে তেলে ডুবিয়ে দিন

প্রদীপের আলোর শিখা প্লেট দিয়ে ঢেকে রাখুন। সারা রাত প্রদীপ জ্বালিয়ে রাখতে হবে।

সকালে দেখবেন প্লেটের উপরে একটা কালো স্তর তৈরি হয়েছে। তাতে কয়েক ফোঁটা ঘি মিশিয়ে কয়েক মিনিট ঘষে ঘষে মিশিয়ে নিন। যত ক্ষণ না নরম মসৃণ একটা পেস্ট তৈরি হয়ে যায়।

এবার সেটা একটি হাওয়া বন্দি শিশিতে রেখে ফ্রিজে অন্তত ৩-৪ ঘণ্টা রেখে দিন।

আপনার কাজল তৈরি। আই ব্রাশ দিয়ে প্রয়োজন মতো সেজে নিন।

Advertisement
আরও পড়ুন