শুধু রূপ নয়, গুণও চেনায় তিল। ছবি: সংগৃহীত
সব মানুষের শরীরেই তিল থাকে। কোনওটা জন্মের সময় থেকেই কোনওটা পরে দেখা দেয়। তবে তিল নাকি মানুষের ভবিষ্যত বলে দেয়। এমনটাই বিশ্বাস জ্যোতিষীদের। বলা হয়, শরীরের এক একটা জায়গায় তিল এক এক রকমের বার্তা বহন করে। তিল নিয়ে এই ধারণা কতটা ঠিক বা আদৌ ঠিক কি না তা নিয়ে দ্বন্দ থাকতেই পারে। তা সত্ত্বেও যাঁরা বিশ্বাস করেন, তাঁদের জন্যও রইল তিল নিয়ে কিছু কথা। তবে মাথায় রাখতে হবে একই জায়গায় তিল থাকলেও পুরুষ ও মহিলা হিসেবে আলাদা আলাদা চারিত্রিক বৈশিষ্ট্য বহন করে।
১) যে সব জাতিকার মাথায় তিল থাকে, তাঁরা মেধাবী ও উদার প্রকৃতির হন।
২) গালে তিল থাকলে তিনি দরিদ্র হন।
৩) যাঁদের কপালের বাম দিকে তিল থাকে তাঁরা নানারূপ কুমতলব আঁটেন।
৪) যাঁদের কপালের ডান দিকে তিল থাকে তাঁরা সৌভাগ্যবান হয়ে থাকেন।
৫) উপরের ঠোঁটে তিল থাকলে জাতিকা হন কর্তব্যপরায়ন।
৬) নীচের ঠোঁটে তিল থাকলে তিনি হন ভোগী ও বিলাসী।
৭) নাকের মাঝখানে তিল থাকলে জাতিকা হন শান্ত ও ধীর প্রকৃতির।
৮) নাকের বাম দিকে তিল থাকলে হন হতভাগ্য।
৯) নাকের ডান দিকে তিল থাকলে জাতিকা সৌভাগ্যবতী হয়ে থাকেন।
১০) ডান ভ্রুতে তিল থাকলে তিনি হন চিন্তাশীল।
১১) বাম ভ্রুতে তিল থাকলে তাঁরা সব সময় কু চিন্তায় লিপ্ত থাকেন।
১২) যাঁদের গলায় তিল থাকে তাঁরা হন জ্ঞানী, গুণী, বিদ্বান ও সুখী।
১৩) যাঁদের চিবুকে তিল থাকে তাঁরা দৃঢ়চেতা ও স্থিরমতি সম্পন্ন হন।
১৪) গলার নীচের দু’পাশে তিল থাকলে তিনি জ্ঞানী ও ভাগ্যশালী হয়ে থাকেন।
১৫) চোখের মধ্যে তিল থাকলে তিনি দূরদর্শী ও বিদ্বান হয়ে থাকেন।
১৬) ঠোঁটের নীচে তিল থাকলে তিনি হন প্রেমিক।