Mental Health

Crying Room: মানসিক রোগ নিয়ে ছুতমার্গ দূর করছে স্পেনের ‘কান্না ঘর’

‘লা ইয়োরেরিয়া’ বা ‘ক্রাইং রুম’। স্পেনের রাজধানী মাদ্রিদের কেন্দ্রস্থলে এমনই একটি জায়গা তৈরি হয়েছে। মন খারাপ হলেই যেখানে গিয়ে কান্নাকাটি করা যায়।

Advertisement
নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ১৮ অক্টোবর ২০২১ ২০:১০
‘লা ইয়োরেরিয়া’ বা ‘ক্রাইং রুম’।

‘লা ইয়োরেরিয়া’ বা ‘ক্রাইং রুম’।

‘ভিতরে এসো এবং কেঁদে যাও’। দরজায় এ কথা লেখা একটি সাইনবোর্ড ঝুলছে। তারই নীচে আর একটি সাইনবোর্ডে লেখা, ‘আমারও উদ্বেগের সমস্যা আছে।’ গোলাপি আলোয় ঝলমল করছে সেই লেখা। এক কোণে কয়েক জনের নাম এবং ফোন নম্বর। মন খারাপ হলে তাঁদের ফোন করে সাহায্য চাওয়া যাবে। সেই তালিকায় রয়েছে মনোবিদের ফোন নম্বরও।

এটি যে সে জায়গা নয়। এর নাম ‘লা ইয়োরেরিয়া’ বা ‘ক্রাইং রুম’। স্পেনের রাজধানী মাদ্রিদের কেন্দ্রস্থলে এমনই একটি জায়গা তৈরি হয়েছে। মন খারাপ হলেই যেখানে গিয়ে কান্নাকাটি করা যায়। মানসিক অসুস্থতা নিয়ে সব রকম ছুতমার্গ কাটাতেই এই উদ্যোগ।

Advertisement

বহু দেশের মতো নিজের মনের কথা বলা বা মন খারাপ হলে প্রকাশ্যে কান্নাকাটি করা নিয়ে ছুতমার্গ রয়েছে। কিন্তু তাতেই মনের উপর আরও চাপ বাড়ে। সেই চাপ কমানোর উপায় হিসাবে এই ‘কান্না ঘর’ চালু করা হয়েছে।

স্পেনে সম্প্রতি মানসিক স্বাস্থ্য নিয়ে সচেতনতা ছড়ানোর উদ্যোগ বেড়েছে। ১০ অক্টোবর, বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবসে সে দেশে ১০ কোটি ইউরো বরাদ্দ করা হয়েছে। মানসিক অসুস্থতা যে লজ্জার কারণ নয়, সে কথাই প্রচার করছে এই ‘কান্না ঘর’ও।

আরও পড়ুন
Advertisement