Lipstick

Makeup hacks: পছন্দের লিপস্টিক ভেঙে গিয়েছে? জেনে নিন কী ভাবে ঠিক করবেন

লিপস্টিক লাগাতে গিয়ে একদিন হঠাৎই ভেঙে গেল পছন্দের লিপস্টিক। ভাববেন না, রয়েছে ঠিক করার এই উপায়ও।

Advertisement
নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ২৯ জুন ২০২১ ১৭:১৯
প্রতীকী ছবি।

প্রতীকী ছবি। ছবি: সংগৃহিত

বেরোনোর আগে তাড়াহুড়ো করে লিপস্টিক লাগাতে গিয়ে পছন্দের লিপস্টিকটা ভেঙে গেল। প্রায় নতুন লিপস্টিক। এখন আর একটা কেনার কোনও মানেই নেই। তা হলে পছন্দের লিপস্টিক কি আর লাগাতে পারবেন না? কিংবা অতখানি বড় অংশটা কি ফেলে দিতে হবে? উত্তর, না। আগের মতোই লিপস্টিক ব্যবহার করতে পারবেন, যদি এই পদ্ধতি মেনে চলেন। আপনার ভাঙা লিপস্টিক লাগবে জোড়া! শুনতে অবাক লাগলেও এটাই সত্যি।

কী ভাবে ভাঙা লিপস্টিক ঠিক করবেন?

Advertisement

১) প্রথমে লিপস্টিকের টিউবটা ঘুরিয়ে ঘুরিয়ে অবশিষ্ট অংশ পুরোটা বার করে রাখুন।

২) এরপর একটি কান পরিষ্কার করার ইয়ারবাড দিয়ে লিপস্টিকের সেই অবশিষ্ট অংশটা পরিষ্কার করুন। এমন ভাবে ঘষতে থাকুন, যাতে ওই ভাঙা অবশেষটা ভাল করে মোলায়েম হয় ও উঁচু-নীচু না থাকে।

৩) এরপর একটি লাইটার নিয়ে সাবধানে ওই অংশটি গরম করুন, যাতে হালকা নরম হয়ে গিয়ে জায়গাটা সামান্য গলে যায়।

৪) এবার আলাদা হয়ে যাওয়া বড় ভাঙা অংশটির পিছন দিকে লাইটারের উত্তাপ দিন। হাতে ধরে এই কাজটি করা কিছুটা ঝুঁকির, তাই কোনও চামচে রেখে কাজটি করতে পারেন।

৫) এবার সেই ইয়ারবাড ব্যবহার করে একটু নরম হয়ে যাওয়া অংশটাতে ঘষে ঘষে মসৃণ করুন। উঁচু-নীচু থাকলে সেটাও সমান করে দিন, যাতে লিপস্টিকের টিউবের অবশিষ্ট অংশে ভাল করে বসে যেতে পারে।

৬) ভাঙা অংশের নীচে আবার একটু লাইটারের উত্তাপ দিন এবং তাড়াতাড়ি লিপস্টিকের টিউবে বসিয়ে দিন।

প্রতীকী ছবি।

প্রতীকী ছবি। ছবি:সংগৃহীত

৭) এবার লিপস্টিকের উপর থেকে নীচ পর্যন্ত লাইটারের উত্তাপ দিন, যাতে একটার সঙ্গে একটা অংশ সমানভাবে বসে যায়।

৮) এরপর ইয়ার বাড দিয়ে পুরোটা ভাল করে মসৃণ করে নিন।

৯) লিপস্টিকটি ফ্রিজে রেখে দিন। ফ্রিজে ঘণ্টাখানেক থাকলে শক্ত হয়ে যাবে। শক্ত হয়ে গেলেই আগের মতো ব্যবহার করতে পারবেন।

প্রতীকী ছবি।

প্রতীকী ছবি। ছবি: সংগৃহীত

আরও পড়ুন
Advertisement