বই পড়তে পারবেন মাথা না তুলেই। ছবি: সংগৃহীত
রাতে ঘুমনোর আগে বই পড়তে ভাল লাগে? কিন্তু বিছানায় শুয়ে বই পড়তে হাত ব্যথা হয়ে যায়? কারণ বইটা পেটের একটু উপরে তুলে ধরতে হয়। এই সমস্যার পাকাপাকি সমাধান এসে গিয়েছে।
এখন বই থাকবে নিজের জায়গায়। আপনার মাথাও থাকবে বালিশের উপরে। চোখও বেঁকাতে হবে না। তার পরেও আরাম করে বই পড়তে পারবেন।
যাঁরা আপনার মতো আলসেমিতে ভুগে রাতে ঘুমনোর আগে বইকে ব্রাত্যকে করে দিচ্ছিলেন, তাঁদের জন্যই এখন বাজারে এসেছে ‘লেজি রিডার্স প্রিজম গ্লাসেস’ বা ‘বেড প্রিজম স্পেকটেকল্স’।
এটি অদ্ভত এক চশমা। ঘাড় না তুলেই, মাথা না উঁচু করেই পেটের উপরে দাঁড় করিয়ে রাখা বই আরাম করে পড়ে ফেলা যাবে এই চশমার দৌলতে। বহু সংস্থাই এখন এই জাতীয় চশমা তৈরি করছে। দোকানে বা অনলাইনে সহজেই পাওয়া যায় এই চশমা।
তবে শুধু বাড়ির বিছানাতেই নয়, বেড়াতে গিয়েও কাজে লাগতে পারে এই চশমা। কাজে লাগতে পারে দূরপাল্লার ট্রেনে যাওয়ার সময়েও।
আপাতত আলসেমি এবং বই পড়ার ইচ্ছে— দুটোই পুরোমাত্রায় পূরণ হবে এই চশমার দৌলতে।