Ladakh School Girl

খুদে ছাত্রীর ‘বিরাট’ হওয়ার স্বপ্ন! ধোনির ‘হেলিকপ্টার’ শট শিখতে চায় মাকসুমা

ডিরেক্টরেট অফ স্কুল এডুকেশন লাদাখ, তাদের ট্যুইটার হ্যান্ডেলে এই ভিডিয়োটি পোস্ট করা মাত্রই নেটমাধ্যমে তা সাড়া ফেলে দিয়েছে। ইতিমধ্যে দু'লক্ষ মানুষের মন জয় করেছে এই খুদে ছাত্রীটি।

Advertisement
সংবাদ সংস্থা
লাদাখ শেষ আপডেট: ১৬ অক্টোবর ২০২২ ১২:০৩

ছবি : সংগৃহীত

হিমালয়ের বরফাবৃত মরুভূমি লাদাখ। পাহাড় ঘেরা লাদাখের মাঝে ছোট্ট একটি স্কুল। স্কুল চত্বরে ব্যাট হাতে রীতিমতো ঝড় তুলেছে এক খুদে ছাত্রী। দুরন্ত গতিতে তার দলের হয়ে রান তুলছে। কোটি কোটি ভারতীয়ের মতোই ক্রিকেট তার ধমনীতে।

ডিরেক্টরেট অফ স্কুল এডুকেশন লাদাখ, তাদের ট্যুইটার হ্যান্ডেলে এই ভিডিয়োটি পোস্ট করা মাত্রই নেটমাধ্যমে তা সাড়া ফেলে দিয়েছে। ইতিমধ্যে দু'লক্ষ মানুষের মন জয় করেছে এই খুদে ছাত্রীটি।

Advertisement

ষষ্ঠ শ্রেণীর ছাত্রী মাকসুমা ওই ভিডিয়োতে বলেছে,"আমার বাবা এবং আমার স্কুলের শিক্ষকই আমাকে ক্রিকেট খেলতে উৎসাহ দেন।"

মাকসুমার স্বপ্ন, সে এক দিন বিরাট কোহলির মত‌ো ক্রিকেট খেলবে। তার জন্য এখন থেকেই মন দিয়ে প্র‍্যাকটিস চালিয়ে যাবে মাকসুমা। ধোনির ‘হেলিকপ্টার শট’ তার সবচেয়ে পছন্দের।

মাকসুমা আরও বলেছে, ‘‘আমি তো ছোটবেলা থেকেই খেলছি। তবে আরও শিখতে চাই। আমার পছন্দের ক্রিকেটার বিরাট কোহলি। আমি বড় হয়ে ওঁর মতো হতে চাই।"

উল্লেখ্য, শনিবার শ্রীলঙ্কার মহিলা দলকে হারিয়ে সপ্তম বার এশিয়া কাপের ফাইনালে চ্যাম্পিয়ান হয়েছে ভারত। দেশের হয়ে খেলার স্বপ্ন নিয়ে বিভিন্ন প্রান্ত থেকে মেয়েরা, মহিলা ক্রিকেট দলে যোগ দিতে আসেন। মাকসুমার মধ্যেও তেমন সম্ভাবনা দেখছেন নেটিজেন।

আরও পড়ুন
Advertisement