Fashion Tips

গরমের বিয়েবাড়িতে কেমন সাজবেন কনের বোন, পরামর্শ কিরণউত্তমের

সাজ হল বিয়েবাড়ির গুরুত্বপূর্ণ অঙ্গ। সুন্দর পোশাক ছাড়া সে অনুষ্ঠান জমে না। নিজের ইনস্টাগ্রাম পোস্টে তাই পরামর্শ দিলেন কিরণউত্তম ঘোষ।

Advertisement
নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ০১ এপ্রিল ২০২১ ১৭:২৬
 ডিজাইনারের সেই পোশাক

ডিজাইনারের সেই পোশাক ফাইল চিত্র

গরমে বিয়েবাড়ি। কনের তো উপায় নেই। শাড়ি-গয়না, ফুলের সাজ থাকবেই। তাই বলে বাকিরাও তো তেমন সেজে কষ্ট পাবেন না নিশ্চয়ই। অথচ সাজ হল বিয়েবাড়ির গুরুত্বপূর্ণ অঙ্গ। সুন্দর পোশাক ছাড়া সে অনুষ্ঠান জমে না। নিজের ইনস্টাগ্রাম পোস্টে তাই পরামর্শ দিলেন ফ্যাশন ডিজাইনার কিরণউত্তম ঘোষ।

Advertisement

অঙ্গারখা। তাও ফুশিয়া রঙা। রংটাই বলে দেবে সাজ যে আনন্দ অনুষ্ঠানের। গ্রীষ্মের দিনে খোলামেলা সেই পোশাকে ফুরফুরে ভাবটার কথা মনে করাতে তার উপরে বসানো হয়েছে হাতে কাজ করা একটি পাখি। তা-ই যেন বলে দিচ্ছে, এ পোশাক পাখির মতো হাল্কা। এ পরে চলাফেরা উড়ে বেড়ানোর মতোই। গরমের দিনে আরামে রাখবে। অঙ্গরখার নীচে কাঁচা হলুদ রঙের আর একটি পরত। উঁচু-নিচু হেম। এক কাঁধের ড্রেস। গ্রীষ্মের আরাম, বসন্তের উচ্ছ্বাস— সবটা যেন ধরা আছে তাতে।
কনের বোন কিংবা বান্ধবীদের সাজ বিয়েবাড়ির অতি গুরুত্বপূর্ণ অংশ। ডিজাইনারের এই পরামর্শ বিশেষ ভাবে রইল তাঁদের জন্যই।

আরও পড়ুন
Advertisement