election campaign

Vote: ক্ষমতায় এলে বিনামূল্যে হবে লিঙ্গবর্ধক অস্ত্রোপচার! ভোট চেয়ে প্রতিশ্রুতি মডেল প্রার্থীর

ভোটে জিতলে পুরুষদের লিঙ্গবর্ধক অস্ত্রোপচার বিনামূল্যে করানোর ব্যবস্থা করবেন, প্রতিশ্রুতি দিলেন ব্রাজিলের এক প্রার্থী।

Advertisement
সংবাদ সংস্থা
শেষ আপডেট: ২৫ জুন ২০২২ ১৬:০৫
ভোট দেবেন জনতা?

ভোট দেবেন জনতা? ছবি: সংগৃহীত

ভোটের আগে জনগণের মন জিততে হরেক রকম প্রতিশ্রুতি দেন প্রার্থীরা। কিন্তু এমন অদ্ভুত প্রতিশ্রুতির কথা আগে শুনেছেন? ব্রাজিলের সাও পাওলোয় জুজু ফেরারি নামক এক মডেল প্রার্থী হয়েছেন পার্লামেন্ট নির্বাচনে। আর তিনিই প্রতিশ্রুতি দিয়েছেন, এক বার ভোটে জিতলেই পুরুষদের লিঙ্গবর্ধক অস্ত্রোপচার বিনামূল্যে করানোর ব্যবস্থা করবেন তিনি।

Advertisement

ব্রাজিলের ওই মডেল নেটমাধ্যমে বেশ জনপ্রিয়। ইনস্টাগ্রামে তাঁর ফলোয়ার সংখ্যার প্রায় ৪২ লক্ষ। জুজু জানিয়েছেন, লিঙ্গের দৈর্ঘ্য বৃদ্ধির এহেন অস্ত্রোপচারকে তিনি স্বাস্থ্য ব্যবস্থার অংশ হিসেবেই দেখেন।

জুজুর মতে, এই ধরনের অস্ত্রোপচার অনেক সময় সংশ্লিষ্ট ব্যক্তির আত্মবিশ্বাস বাড়াতে সাহায্য করে। স্থানীয় সংবাদমাধ্যমকে দেওয়া একটি সাক্ষাৎকারে তিনি জানান, ইনস্টাগ্রামে বহু অনুরাগীই তাঁকে জানিয়েছেন, তাঁরা এই অস্ত্রোপচার করাতে চান। কিন্তু অস্ত্রোপচারটি এতই খরচসাপেক্ষ যে করানো সম্ভব হয় না। যৌনস্বাস্থ্য নিয়ে সচেতনতা বৃদ্ধির পক্ষেও জোরাল সওয়াল করছেন জুজু।

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তেফলো করুন আমাদের Google News, Twitter এবং Instagram পেজ

Advertisement
আরও পড়ুন