প্রেম দিবস উদ্যাপনে মগ্ন ভারতীয়রা। ছবি: সংগৃহীত।
বসন্ত জাগ্রত দ্বারে। ৭ থেকে ১৪ ফেব্রুয়ারি দেশ-বিদেশে পালিত হয় প্রেমের সপ্তাহ। বিদেশি সংস্কৃতি হলেও ভারতীয়রা এখন এই স্রোতে গা ভাসিয়েছে। সপ্তাহের শুরুটা হয় ‘রোজ় ডে’ দিয়ে। পছন্দের মানুষের হাতে গোলাপ তুলে দেওয়ার চল রয়েছে এই দিনে। গোলাপ হল স্নেহ ও ভালবাসার প্রতীক। এ বছর ‘রোজ় ডে’-এর দিন ভারতীয় বাজারে গোলাপের বৃদ্ধি সর্বকালের বিক্রিকে ছাপিয়ে গিয়েছে বলে মত ব্লিঙ্কিট-এর সিইও।
ব্লিঙ্কিট-এর সিইও আলবিন্দর ডিন্ডসা এক্সে জানিয়েছেন এ বছর ৭ ফেব্রুয়ারি প্রতি মিনিটে ১০৮টি গোলাপের তোড়া বিক্রি হয়েছে তাঁদের সংস্থায়। আলবিন্দর আরও বলেছেন, ‘‘২০২৩-এর ৭ ফেব্রুয়ারি যে পরিমাণ গোলাপ আমরা বিক্রি করেছিলাম ২০২৪ এর ‘রোজ় ডে’-এর দিন সকাল ১১টার মধ্যেই সেই সংখ্যক গোলাপ বিক্রি করে ফেলেছিলাম আমরা। আলবিন্দরের এই পোস্টটি ভাইরাল হওয়ার পর নেটাগরিকরা নানা রমক মন্তব্য করতে শুরু করেছে। এক জন লিখেছেন, ‘‘নিজেদের সংস্কৃতি নিয়ে এত মাতামাতি তো লক্ষ করা যায় না!’’ আর এক জন প্রশ্ন করেছেন, ‘‘কেবল গোলাপ, না কি আরও কিছুর বিক্রি বেড়েছিল সেই দিন?’’ আর এক নেটাগরিক লেখেন, ‘‘সবাই এত এত গোলাপ কিনল বটে আমি তবুও একটাও গোলাপ পেলাম না।’’
তবে কেবল ‘রোজ় ডে’ নয়, ভারতীয়রা ‘চকোলেট ডে’-এর জন্যও বেশ উৎসাহী। আলবিন্দর লেখেন, ‘‘৯ ফেব্রুয়ারি ‘চকোলেট ডে’, তবে তার আগে থেকেই আমাদের অ্যাপে চকোলেটের বিক্রি বেড়ে গিয়েছে।’’