Valentines Day Special

রোজ় ডে-র গোলাপ দু’দিনেই শুকিয়ে গিয়েছে? ফেলে না দিয়ে কী করা যায়, তার হদিস রইল এখানে

শুকনো গোলাপের পাপড়ি দিয়ে বাড়িতে গোলাপজল তৈরি করেন অনেকেই। সেই গোলাপজল দিয়ে রূপচর্চাও করেন।

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
কলকাতা শেষ আপডেট: ১৩ ফেব্রুয়ারি ২০২৪ ১৯:০৬
How to prepare Air Purifier & Latte from Rose petals

শুকনো গোলাপও গন্ধ ছড়াবে। ছবি: সংগৃহীত।

মনের মানুষের কাছ থেকে একগোছা গোলাপ উপহার পেয়েছেন রোজ় ডে-তে। ভ্যালেনটাইন্‌স ডে-র দিনেও অন্যথা হবে না। কিন্তু দু’দিন যেতে না যেতেই টকটকে লাল গোলাপের ঘাড় নেতিয়ে পড়ে। দাম দিয়ে কেনা গোলাপ ফেলে দিতেও কষ্ট হয়। শুকনো গোলাপের পাপড়ি দিয়ে বাড়িতে গোলাপজল তৈরি করেন অনেকেই। সেই গোলাপজল দিয়ে রূপচর্চাও করেন। তবে শুধু ত্বকচর্চা নয়, গোলাপের পাপড়ি দিয়ে এয়ার ফ্রেশনার এবং লাতে তৈরি করার উপায় শেখালেন এক নেটপ্রভাবী।

Advertisement

এয়ার ফ্রেশনার বা ডিফিউজ়ার তৈরি করবেন কী ভাবে?

১) প্রথমে গেলাপের পাপড়িগুলি খুলে ভাল করে ধুয়ে নিন।

২) এ বার একটি পাত্রে জল ফুটতে দিন। তার মধ্যে দিয়ে দিন পাপড়িগুলি।

৩) গ্যাস বন্ধ করে পাত্রটি ঢাকা দিয়ে রাখুন বেশ কিছু ক্ষণ।

৪) জলের রং লালচে হয়ে আসবে। ছাঁকনির সাহায্যে ওই জল ডিফিউজ়ারে ঢেলে নিন। চাইলে কয়েক ফোঁটা রোজ় এসেন্সও মিশিয়ে নিতে পারেন।

How to prepare Air Purifier & Latte from Rose petals

গোলাপের পাপড়ি দিয়ে এয়ার ফ্রেশনার এবং লাতে তৈরি করে নিন। ছবি: সংগৃহীত।

রোজ় লাতে তৈরি করবেন কী করে?

১) প্রথমে একটি পাত্রে দুধ গরম করতে দিন। সঙ্গে দিন গেলাপের পাপড়ি ‘ইনফিউস্‌ড’ জল। ঘন হয়ে গেলে গ্যাস বন্ধ করে দিন।

২) বড় একটি কাপে পরিমাণ মতো মধু আর দুধ নিয়ে ফ্রদার ব্যবহার করে লাতে ঘন করে নিন।

৩) উপর থেকে গোলাপের পাপড়িও ছড়িয়ে দিতে পারেন।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
আরও পড়ুন
Advertisement