Mother-In-Law

শ্বশুরবাড়িতে সম্পর্ক নির্ঝঞ্ঝাট রাখতে হবে, কিন্তু কী ভাবে

আধুনিক বউমাদের অনেকেরই বাড়ির বাইরে অনেকটা সময় দিতে হয় কাজের জন্য। ফলে ভুল বোঝাবুঝি এড়িয়ে চলতে আরও বেশি ভাবনাচিন্তা জরুরি।

Advertisement
নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ১২ এপ্রিল ২০২১ ২০:২১
শ্বশুরবাড়িতে সম্পর্ক মসৃণ রাখতে সকলকেই মনে রাখতে কী কী?

শ্বশুরবাড়িতে সম্পর্ক মসৃণ রাখতে সকলকেই মনে রাখতে কী কী? ছবি: সংগৃহীত

দিন বদলালেও শাশুড়ি-বউমার মধ্যে টানাপড়েনের নিয়ম একই আছে। এখনও ঘরে ঘরে শোনা যায় সম্পর্কে সীমারেখা টানা, বা না টানতে পাড়ার গল্প। কিন্তু আধুনিক বউমাদের অনেকেরই বাড়ির বাইরে অনেকটা সময় দিতে হয় কাজের জন্য। ফলে ভুল বোঝাবুঝি এড়িয়ে চলতে আরও বেশি ভাবনাচিন্তা জরুরি।

Advertisement

কী ভাবে তা সম্ভব? কিছু বিষয়ের দিকে বিশেষ খেয়াল রাখা এবং কিছু ক্ষেত্রে পরিকল্পিত দূরত্ব বজায় রাখলেই শ্বশুরবাড়িতে সম্পর্ক হতে পারে মসৃণ। যেমন—

  • আচরণে যেন প্রকাশ পায় যে, কোনও প্রতিযোগিতায় ঢুকতে চান না বউমা
  • কথা বলা ও আদানপ্রদানের সীমানা কোথায়, বুঝে নেওয়া জরুরি দু’তরফেই
  • মাঝেমধ্যে একসঙ্গে সময় কাটালে একে-অপরকে চিন্তে সুবিধা হবে
  • সকলের স্বার্থের দিকেই যেন নজর দেওয়া হয়, তা খেয়াল থাকা প্রয়োজন

এমন কিছু বিষয় মাথায় রাখা গেলে শাশুড়ি-বউমার সম্পর্ক সুন্দর না হোক, অন্তত তিক্ত হবে না।

আরও পড়ুন
Advertisement