Cyber Security

আপনার ফোনে নজরদারি চলছে না তো? ব্যক্তিগত তথ্য চুরি যাচ্ছে কি না বুঝবেন কী ভাবে?

ফোন হ্যাক করা হয়েছে কি না তা বোঝার কিছু উপায় আছে। সেগুলি কী কী জেনে নিয়ে সতর্ক থাকুন।

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
কলকাতা শেষ আপডেট: ১৩ ডিসেম্বর ২০২৪ ১৭:১০
How to know if your smartphone has been hacked

আপনার ফোনের নিয়ন্ত্রণ কি অন্যের হাতে? বেহাত হচ্ছে ব্যক্তিগত তথ্য? ছবি: ফ্রিপিক।

আপনার ফোনে কি আড়ি পাতা হচ্ছে? মুঠোফোন হ্যাক করা হয়েছে কি না তা বুঝবেন কী ভাবে?

Advertisement

ডিজিটাল মাধ্যমে প্রতারণার ঘটনা বেড়েই চলেছে। অনলাইনে কেনাকাটা থেকে শুরু করে টিকিট বুকিং, ই-ব্যাঙ্কিং— সবেতেই ফাঁদ পেতে বসে আছে সাইবার অপরাধীরা। সামান্য ভুলে সেই ফাঁদে পা দিলেই মুশকিল। একেবারে সর্বস্বান্ত করে ছেড়ে দেবে প্রতারকেরা। শুধু টাকাপয়সা নেওয়াই নয়, মুঠোফোনে কব্জা করে আপনার অজান্তেই সমস্ত ব্যক্তিগত তথ্য হাতিয়ে নেবে নিমেষে। তা হলে উপায়?

ফোন হ্যাক করা হয়েছে কি না তা বোঝার কিছু উপায় আছে। সেগুলি কী কী জেনে নিয়ে সতর্ক থাকুন।

১) ফোন চার্জ দেওয়ার কিছু ক্ষণের মধ্যেই চার্জ তলানিতে এসে ঠেকবে। শুধুমাত্র ফোন খারাপ হলেই যে এমন হয় তা কিন্তু নয়, ফোন হ্যাক করা হলেও এরকম হয়ে থাকে। কারণ ফোনের ভিতরে আসলে এমন কোনও অ্যাপ্লিকেশন চলছে, যা হয়তো আপনার অজানা। আর হয়তো সেই অ্যাপের মাধ্যমেই হ্যাকার হানা দিয়েছে আপনার ফোনে।

২) অনেক ক্ষণ ধরে ফোনে কথা বললে মুঠোফোন গরম হয়ে যাওয়া খুবই সাধারণ বিষয়। কিন্তু যদি উল্টোটা হয়? অর্থাৎ ফোন নিয়ে বিন্দুমাত্রও ঘাঁটাঘাঁটি করলেন না অথচ ফোন খুব গরম হয়ে গেল! এরকম যদি হয় তা হলেও কিন্তু সাবধান হয়ে যাওয়াই ভাল।

৩) ফোনে যদি সমানে সতর্কতামূলক মেসেজ বা পপ আপ আসতে থাকে, তা হলে সাবধান হতে হবে। দেখবেন, বিভিন্ন রকম অযাচিত ও অশ্লীল নোটিফিকেশন আছে, অথবা কোনও বিজ্ঞাপনে আপনাকে ক্লিক করতে বলা হচ্ছে।

৪) ফোন যদি নিজে থেকে বন্ধ হয়ে ফের চালু হয়, অথবা নিজে থেকেই কোনও অ্যাপ ইনস্টল্‌‌ড হতে শুরু করে, তা হলে বুঝবেন লক্ষণ সুবিধার নয়। এমনও হতে পারে ফোনে নিজে থেকেই কোনও নম্বর ডায়াল হয়ে যাচ্ছে অথবা কোনও অ্যাপ আপনা থেকেই খুলে যাচ্ছে। তেমন হলে দেরি না করে ফোন চেক করিয়ে নিতে হবে। কারণ বুঝতে হবে আপনার ফোনের নিয়ন্ত্রণ অন্যের হাতে রয়েছে।

৫) যদি দেখেন, আপনার ফোন থেকে আপনারই ঘনিষ্ঠদের ফোনে কল ও মেসেজ চলে যাচ্ছে, অথবা আপনার ফোনে খুলে রাখা হোয়াটসঅ্যাপ বা ফেসবুক থেকে আপনা-আপনিই মেসেজ চলে যাচ্ছে অথবা পোস্ট হয়ে যাচ্ছে। তখন সাবধান হতে হবে। বুঝতে হবে আপনার ফোনটি কব্জা করে নিয়ে কেউ আপনারই ব্যক্তিগত তথ্যে নজরদারি চালাচ্ছে। ফোনের সমস্ত অ্যাপ্লিকেশনও নিয়ন্ত্রণ করছে।

৬) যদি দেখেন ফোনের গ্যালারিতে অচেনা কারও ছবি রয়েছে অথবা সন্দেহজনক ছবি আপনা থেকেই এসে যাচ্ছে, তখন বুঝতে হবে ফোনের ক্যামেরা অন্য কেউ নিয়ন্ত্রণ করছে। আবার আপনার ফোনের ক্যামেরার ফ্ল্যাশও যদি আপনি হাত না লাগাতেই অন হয়ে যায়, তা হলেও তা যথেষ্ট সন্দেহজনক।

হ্যাকিং থেকে বাঁচতে

ফোন হ্যাকড্‌ হওয়া থেকে বাঁচতে হলে সবসময়ে সফট্‌অয়্যার আপডেট করে রাখতে হবে।

নামী সংস্থার অ্যান্টিভাইরাস ইনস্টল করে রাখতে হবে ফোনে। নতুন কোনও অ্যাপ ডাউনলোডের সময়ে ভাল করে তা স্ক্যান করে নিতে হবে।

অজানা বা সন্দেহজনক কোনও অ্যাপ ইনস্টল না করাই ভাল। ডাউনলোডের আগে দেখে নিতে হবে অ্যাপটি কে বা কারা তৈরি করেছে, কত বার সেটি ইনস্টল করা হয়েছে, কমেন্টে লোকজন কী বলছেন। অ্যাপটি ইনস্টলের সময়ে যদি ব্যক্তিগত তথ্য চায় বা কিউআর কোড স্ক্যান করতে বলে, তা হলে বুঝবেন সেটি ভুয়ো।

ইমেল বা মেসেজে কোনও লিঙ্ক এলে সেটি খুলবেন না। যদি কোনও অ্যাপ ডাউনলোড করতে বলা হয়, তা হলে ভুলেও সেই ফাঁদে পা দেবেন না। এই ভাবেই ম্যালঅয়্যার ইনস্টল করিয়ে ফোন কব্জা করে নেয় হ্যাকাররা।

Advertisement
আরও পড়ুন