Spider

Spiders: বাড়িতে মাকড়সার উপদ্রব বেড়েছে? তাড়াবেন কী করে

বর্ষায় ঘর-বাড়ি যত স্যাঁসেঁতে হয়ে যায়, ততই মাকড়সার জন্য ভাল। এমন সময়ে ঘরের বিভিন্ন কোণে মাকড়সার জাল দেখা যায়।

Advertisement
নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ১৫ সেপ্টেম্বর ২০২১ ১৮:৫৯
প্রতীকী ছবি।

প্রতীকী ছবি।

অনেকের বাড়িতেই এই সময়টায় মাকড়সার উৎপাত বাড়ে। বর্ষায় ঘর-বাড়ি যত স্যাঁতসেঁতে হয়ে যায়, ততই মাকড়সার উপদ্রব বাড়ে। এমন সময়ে ঘরের বিভিন্ন কোণে মাকড়সার জাল দেখা যায়। ছো়ট-বড় মাকড়সাও দেখা দিতে থাকে যখন-তখন। বাড়িতে এমন সমস্যা হলে কী ভাবে তা সামলাবেন?

মাকড়সার উৎপাত কমানোর কয়েকটি সহজ উপায় রয়েছে। তার কয়েকটি জেনে নিন।

Advertisement

১) ঘর পরিষ্কার রাখুন। ঘরের কোণে ধুলো-ময়লা জমে থাকলে মাকড়সা বেশি আসে।

২) কোথাও একটি মাকড়সার জাল দেখা দিলেও সঙ্গে সঙ্গে তা সরিয়ে ফেলুন। একটি থেকেই আর একটি বেড়ে যাবে।

প্রতীকী ছবি।

প্রতীকী ছবি।

৩) ঘরে কোথাও মাকড়সা দেখলে জলে কয়েক ফোঁটা লেবুর রস দিয়ে তা সারা ঘরে স্প্রে করুন। এতে সমস্যা অনেকটাই কমবে।

৪) মাকড়সা তাড়ানোর আর একটি উপায় হল চক। বিভিন্ন জায়গায় চক দিয়ে গণ্ডী কেটে রাখলে মাকড়সা খুব দ্রুত পালায়।

৫) ঘরের ভিতরে গাছ রাখা থাকলে মাকড়সার উপদ্রব বাড়তে পারে। বেশি মাকড়সা দেখলে কয়েক দিনের জন্য সব গাছ বারান্দায় রাখুন।

৬) মাঝেমধ্যেই জলে ভিনিগার মিশিয়ে ঘরের বিভিন্ন কোণে স্প্রে করুন। তাতে মাকড়সা কম ঢুকবে।

আরও পড়ুন
Advertisement