White Shoes

সাদা কাপড়ের জুতো খুব ময়লা হয়ে গিয়েছে? ঝট করে পরিষ্কার করে নেবেন কী করে?

ক্যানভাসের জুতো সহজে পরিষ্কার করা সম্ভব। তার জন্য গোটা জুতো কেচে শুকোতে দেওয়ারও দরকার নেই।

Advertisement
নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ১৩ এপ্রিল ২০২১ ১৮:০৬
সাদা ক্যানভাসের জুতো সহজে পরিষ্কার করবেন কী করে?

সাদা ক্যানভাসের জুতো সহজে পরিষ্কার করবেন কী করে? ছবি: সংগৃহীত

সাদা জুতো পরতে ভাল লাগে অনেকেরই। কিন্তু সাদা জুতো নিয়ে একটাই সমস্যা— ব়ড় তাড়াতাড়ি প্রচণ্ড ময়লা হয়ে যায় এই জুতো। বিশেষ করে জুতো জোড়া যদি ক্যানভাসের হয় তো কথাই নেই।

কিন্তু ক্যানভাসের জুতো সহজে পরিষ্কার করা সম্ভব। তার জন্য গোটা জুতো কেচে শুকোতে দেওয়ারও দরকার নেই। কী ভাবে সাদা ক্যানভাসের জুতোকে ফিরিয়ে দেবেন তার রং? জেনে নিন।

Advertisement

কী কী লাগবে: সাদা ভিনিগার আর বেকিং সোডা। এই দুটো পেলেই হবে।

মিশিয়ে নিন: ১ কাপ গরম জল নিন। তাতে ১ চামচ বেকিং সোডা আর ২ চামচ সাদা ভিনিগার মিশিয়ে নিন।

পরিষ্কার করতে শুরু করুন: একটা পরিষ্কার কাপড় নিন। সবচেয়ে ভাল হয় টুথব্রাশ থাকলে। তা দিয়ে এই মিশ্রন জুতোর উপর লাগিয়ে নিন। ব্রাশ দিয়ে ভাল করে ঘসে ঘসে ময়লা পরিষ্কার করুন। বেকিং সোডার মিশ্রনটি খুব তাড়াতাড়ি শুকিয়ে যায়। ফলে আপনি যত ক্ষণে জুতো পরিষ্কার করবেন, তার অল্প ক্ষণের মধ্যেই পরেও ফেলতে পারবেন। কারণ এই জুতো বেশি ক্ষণ ভিজ থাকবে না।

আরও পড়ুন
Advertisement