Today’s Sports Events

একই দিনে নামছে ব্রাজিল, আর্জেন্টিনা, পার্‌থ টেস্টের আগে ভারতের প্রস্তুতি, থাকছে আইপিএলের খবর

ফুটবল বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বের ম্যাচ খেলতে নামছে ব্রাজ়িল ও আর্জেন্টিনা। দু’দিন পরেই পার্‌থে শুরু ভারত-অস্ট্রেলিয়া টেস্ট। রয়েছে আইপিএল নিলামের খবরও।

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
কলকাতা শেষ আপডেট: ২০ নভেম্বর ২০২৪ ০৭:০৮

—ফাইল চিত্র।

ফুটবল বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বের খেলা চলছে। বুধবার ভোরে নামছে লাতিন আমেরিকার দুই বড় দল ব্রাজিল ও আর্জেন্টিনা। রয়েছে লিয়োনেল মেসি, নেমারদের খেলার খবর। ভারতীয় ক্রিকেট দলের সামনে কঠিন চ্যালেঞ্জ। শুক্রবার থেকে পার্‌থে শুরু প্রথম টেস্ট। তার আগে শেষ পর্বের অনুশীলন সারছেন বিরাট কোহলিরা। সেই খবর রয়েছে। আগামী রবিবার আইপিএলের নিলাম। তার আগে পরিকল্পনা তৈরিতে ব্যস্ত প্রতিযোগিতার ১০ দল। রয়েছে নিলামের আগের সব খবর।

Advertisement

প্যারাগুয়ের কাছে হেরেছেন মেসিরা, এ বার সামনে পেরু

বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বে তরতর করে এগোচ্ছিল আর্জেন্টিনা। কিন্তু আগের ম্যাচে প্যারাগুয়ের কাছে হোঁচট খেতে হয়েছে। ভাল খেলতে পারেননি মেসি। এ বার ঘরের মাঠে সামনে পেরু। শেষ দিক থেকে দ্বিতীয় স্থানে থাকা দলের বিরুদ্ধে জেতার লক্ষ্যেই নামবে আর্জেন্টিনা। পয়েন্ট তালিকার শীর্ষে নিজেদের জায়গা আরও পাকা করতে চাইবেন মেসিরা। খেলা শুরু ভোর ৫.৩০ মিনিটে।

দু’দিন পর ভারত-অস্ট্রেলিয়া প্রথম টেস্ট, চলছে কোহলিদের শেষ মুহূর্তের প্রস্তুতি, সব খবর

গ্রাফিক: আনন্দবাজার অনলাইন।

পার্‌থে ভারত-অস্ট্রেলিয়া প্রথম টেস্ট শুরু শুক্রবার। তার আগে শেষ মুহূর্তের প্রস্তুতিতে ব্যস্ত ভারতীয় দল। অপ্টাস স্টেডিয়ামে কঠিন অনুশীলন করছেন বিরাট কোহলিরা। প্রথম একাদশে কারা খেলবেন তা নিয়ে জল্পনা চলছে। শুরু হয়েছে কথার লড়াই। দুই দলের সব খবর।

আগামী রবিবার আইপিএলের নিলাম, রয়েছে ১০ দলের খবর

আগামী রবিবার সৌদি আরবের জেড্ডায় আইপিএলের বড় নিলাম। দু’দিন ধরে চলবে নিলাম। প্রতিযোগিতার ১০টি দল শেষ মুহূর্তের পরিকল্পনা সেরে নিচ্ছে। নিলামে কে কাকে নিতে ঝাঁপাবে? কার নজরে রয়েছেন কোন ক্রিকেটারেরা? নিলামের আগে ১০ দলের সব খবর।

জয়ে ফিরতে চাইছে ব্রাজিল, কঠিন লড়াই উরুগুয়ের সামনে

লাতিন আমেরিকায় ফুটবল বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বে পয়েন্ট তালিকায় চার নম্বরে রয়েছে ব্রাজিল। তাদের উপর আর্জেন্টিনা, উরুগুয়ে ও কলম্বিয়া। বুধবার উরুগুয়েকে হারাতে পারলে দ্বিতীয় স্থানে উঠে আসার সুযোগ রয়েছে নেমারদের। সকাল ৬.১৫ মিনিট থেকে শুরু খেলা।

আরও পড়ুন
Advertisement