Silver Ring

Silver Jewellery: রুপোর গয়না কালো হয়ে যাচ্ছে, চট করে পরিষ্কার করবেন কী ভাবে

রুপোর জিনিসপত্র ব্যবহার করার সবচেয়ে বড় সমস্যা, এগুলি খুব অল্প সময়ের মধ্যেই কালো হয়ে যায়।

Advertisement
নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ২৬ সেপ্টেম্বর ২০২১ ১১:১২
রুপোর গয়না কালো হয়ে যাচ্ছে?

রুপোর গয়না কালো হয়ে যাচ্ছে? ছবি: সংগৃহীত

অনেকেই রুপোর গয়না পছন্দ করেন। শুধু তাই নয়, অনেকের বাড়িতে রুপোর বাসনও ব্যবহার করা হয়। কিন্তু রুপোর জিনিসপত্র ব্যবহার করার সবচেয়ে বড় সমস্যা, এগুলি খুব অল্প সময়ের মধ্যেই কালো হয়ে যায়। সেই কালচে ছোপ কী করে পরিষ্কার করা যায়, তা নিয়ে অনেকেই দুশ্চিন্তায় পড়েন।

Advertisement

রুপোর গয়না বা বাসনের কালো ছোপ অত্যন্ত সহজেই পরিষ্কার করা সম্ভব। এর জন্য দরকার একটু আলু। কী ভাবে আলু দিয়ে রুপোর জিনিস পরিষ্কার করবেন?

প্রথমে একটি বা দু’টি আলু সিদ্ধ করে নিন। এ বার আলু সরিয়ে ফেলে সিদ্ধ করা জলটি ঠান্ডা করুন। সেই জল ঠান্ডা হয়ে গেলে তার মধ্যে কালচে ছোপ ধরা রুপোর বাসন বা গয়না ভিজিয়ে রাখুন। আধ ঘণ্টা রেখে দিন সেগুলি।

জল থেকে তুলে প্রথমে সাবান জলে সেগুলি ধুয়ে নিন। তার পরে সাধারণ জলে ভাল করে সাফ করুন। এর পরেই রুপোর পুরনো জেল্লা ফিরে আসবে।

Advertisement
আরও পড়ুন