towel

Towel: অল্প দিন ব্যবহার করেই তোয়ালে খড়খড়ে হয়ে যাচ্ছে? নরম রাখবেন কী করে

কী করে তোয়ালে দীর্ঘ দিন নরম রাখবেন? জেনে নিন তার সহজ উপায়।

Advertisement
নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ০২ সেপ্টেম্বর ২০২১ ২১:৫৩
তোয়ালে নরম রাখবেন কী করে?

তোয়ালে নরম রাখবেন কী করে? ছবি: সংগৃহীত

সাধ করে অনেক দাম দিয়ে তোয়ালে কিনলেন। কিন্তু মাস খানেক ব্যবহার করতে না করতেই সেই তোয়ালেতে মুখ মুছে আগের মতো সুখ পাচ্ছেন না। দ্রুতই কেমন যেন খড়খড়ে হয়ে গিয়েছে সাধের তোয়ালে।

এর কারণ কী? কী করে তোয়ালে দীর্ঘ দিন নরম রাখবেন? জেনে নিন তার সহজ উপায়।

কম সাবান: মনে রাখবেন, তোয়ালে খড়খড়ে হয়ে যাওয়ার সব চেয়ে বড় কারণ সাবান। তন্তুর ভিতর সাবান আটকেই সেগুলিকে শক্ত করে দেয়। তাই যত দূর সম্ভব কম সাবান ব্যবহার করুন তোয়ালে কাচার সময়ে।

Advertisement

গরম জল: তোয়ালে ঠান্ডা জলে কাচলে, আরও বেশি মাত্রায় সাবান জমা হয় তার তন্তুর মধ্যে। তাই হাল্কা গরম জলে তোয়ালে পরিষ্কার করুন।

ভিনিগার: বাজারে তোয়ালে নরম রাখার নানা রাসায়নিক পাওয়া যায়। তার বদলে সাদা ভিনিগার ব্যবহার করুন। কাচার পরে সাদা ভিনিগারে তোয়ালে কিছু ক্ষণ ভিজিয়ে রাখুন। তার পরে জলে ধুয়ে নিন।

খাবার সোডা: তোয়ালে কাচার সময়ে সাবানের সঙ্গে সোডা মিশিয়ে নিন। এই মিশ্রনে তোয়ালে কাচলে তা অনেকটাই নরম থাকবে।

Advertisement
আরও পড়ুন