Rapido

তরুণী যাত্রীকে মাঝরাতে হেনস্থা করে কী শাস্তি হল র‌্যাপিডোচালকের?

রাত ১টা ২৫ মিনিটে চালকের মেসেজ আসে মহিলার কাছে। এই খবর ভাইরাল হতেই ‘র‌্যপিডো’ সংস্থার পক্ষ থেকে যোগাযোগ করা হয় মহিলার সঙ্গে। কী ব্যবস্থা নেওয়া হল চালকের বিরুদ্ধে?

Advertisement
নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ১৬ মার্চ ২০২৩ ১১:৫৮
ওই মহিলা র‌্যাপিডো বুক করার পর হোয়াটসঅ্যাপে নিজের ঠিকানা পাঠিয়েছিলেন চালককে, আর তাতেই হল বিপত্তি।

ওই মহিলা র‌্যাপিডো বুক করার পর হোয়াটসঅ্যাপে নিজের ঠিকানা পাঠিয়েছিলেন চালককে, আর তাতেই হল বিপত্তি। ছবি: প্রতীকী।

বাইকচালকের বিরুদ্ধে অশ্লীলতার অভিযোগ তুলে সমাজমাধ্যমে সরব হলেন এক মহিলা। হুনসপরি নামে এক টুইটার ব্যবহারকারী এক র‌্যাপিডোচালকের সঙ্গে তাঁর অভিজ্ঞতার কথা ভাগ করে নেন সমাজমাধ্যমে। এই ঘটনার কথা জানতে পেরে সেই চালককে শাস্তি দিল তাঁর সংস্থা।

ওই মহিলা র‌্যাপিডো বুক করার পর হোয়াটসঅ্যাপে নিজের ঠিকানা পাঠিয়েছিলেন চালককে। তার পরেই চালক ওই মহিলাকে যা লেখেন, তা দেখে বেজায় চটে যান তিনি। চালক কী কী লিখেছেন, মহিলা তার স্ক্রিনশট ভাগ করে নিয়েছেন নিজের সমাজমাধ্যমের পাতায়। অ্যাপ-বাইকচালক ওই মহিলাকে গন্তব্যে পৌঁছনোর ঘণ্টা দুয়েক পর রাত ১টা ২৫ মিনিট নাগাদ লেখেন, ‘‘ঘুমিয়ে পড়েছ? কেবল মাত্র তোমার ছবি দেখে আর গলা শুনেই তোমাকে নিতে এসেছিলাম। না হলে এত দূর মোটেই আসতাম না। আর হ্যাঁ, একটা কথা, দাদা বলে ডেকো না প্লিজ়!’’

Advertisement

মহিলার টুইটটি ভাইরাল হওয়ার পর র‌্যাপিডো সংস্থার পক্ষ থেকেও টুইট করা হয়। টুইটে বলা হয়, ‘‘হাই, চালকের এই অপেশাদারি আচরণ সম্পর্কে জানতে পেরে আমরা অত্যন্ত হতাশ হয়েছি। আমরা দ্রুত ব্যবস্থা নেব। দয়া করে আপনার মোবাইল নম্বর এবং রাইড আইডি আমাদের দেবেন?’’

মহিলার এই টুইট এখন ভাইরাল। নেটাগরিকদের মধ্যে এ নিয়ে ব্যাপক চর্চা শুরু হয়েছে। ওই চালককের যেন কঠোর শাস্তি হয়, সে দাবিই তুলেছেন অধিকাংশ। এক জন লিখেছেন, ‘‘আমরা যত অ্যাপ নির্ভর হয়ে পড়ছি, নিরাপত্তা নিয়ে উদ্বেগ কিন্তু ততই বাড়ছে।’’ আর এক মহিলা লিখেছেন, ‘‘যা ঘটেছে, সেটা খুবই উদ্বেগের। তবে আমাদের রোজ এমন নানা ঘটনার মুখোমুখি হতে হয়।’’

আরও পড়ুন
Advertisement