Couple Room Decor Tips

সদ্য বিয়ে হয়েছে? দাম্পত্য জীবন আরও রঙিন করে তুলতে শোয়ার ঘরে ৫টি বদল আনতে পারেন

শোয়ার ঘরটি দম্পতির একান্ত জায়গা। জীবনের প্রত্যাশা, স্বপ্ন আর স্বস্তির মেলবন্ধন গড়ে তোলা যায় এই একটা ঘরেই। তাই দাম্পত্য জীবন রঙিন করে তুলতে শোয়ার ঘর গোছানোর সময় কী কী মাথায় রাখবেন, রইল হদিস।

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ১৯ নভেম্বর ২০২৪ ১৩:২৩
দাম্পত্য জীবন রঙিন করতে শোয়ার ঘরের অন্দরসজ্জায় আনুন বদল।

দাম্পত্য জীবন রঙিন করতে শোয়ার ঘরের অন্দরসজ্জায় আনুন বদল। ছবি: শাটারস্টক।

বাড়িতে বেশির ভাগ সময়ই স্বাচ্ছন্দ্যে সময়যাপনের আয়োজন হয় শোয়ার ঘরেই। নবদম্পতিরাও জীবনের নতুন ইনিংসের শুরুতে তাঁদের শোয়ার ঘরটিও নতুন ভাবে সাজিয়ে তুলতে পারেন। একেবারে নতুন বাড়িতে নতুন সংসার পাতলে তো কথাই নেই। পুরো বাড়ির অন্দরমহলই গুছিয়ে নিতে হয় নিজেদের মতো করে। তবে পরিবারের অন্যদের সঙ্গে একই বাড়িতে থাকা হলেও শোয়ার ঘরটি দম্পতির একান্ত জায়গা। জীবনের প্রত্যাশা, স্বপ্ন আর স্বস্তির মেলবন্ধন গড়ে তোলা যায় এই একটা ঘরেই। তাই দাম্পত্য জীবন রঙিন করে তুলতে শোয়ার ঘর গোছানোর সময় কী কী মাথায় রাখবেন, রইল হদিস।

Advertisement

১) শোয়ার ঘরের পরিবেশ রঙিন করতে সুগন্ধির উপর নির্ভর করাই যায়। এ ক্ষেত্রে সুগন্ধি মোমবাতি কিংবা টাটকা ফুলও ব্যবহার করতে পারেন। তা ছাড়া, একটা বড় পাত্রে খানিকটা জল রেখে তার উপর গোলাপের কয়েকটি পাপড়ি ছড়িয়ে ল্যাভেন্ডার, জ্যাসমিন ইত্যাদির গন্ধযুক্ত এসেনসিয়াল তেল ছড়িয়ে দিতে পারেন।

২) শোয়ার ঘরে রোম্যান্টিকতার ছোঁয়া আনতে আলো-আঁধারি পরিবেশ তৈরি করুন। এ ক্ষেত্রে ডিম লাইট, মোমবাতির আলো, টুনি আলো— ঘরের পরিবেশ বদলে ফেলার জন্য যথেষ্ট। বিছানার পাশে রাখতে পারেন একটা সুন্দর ল্যাম্পশেড। ঘনিষ্ঠ মুহূর্তে আলো-আঁধারির পরিবেশটা জমবে ভালই।

৩) খারাপ মেজাজ ভাল করে দিতে পারে একটা সুন্দর গান। শোয়ার ঘরে ঢুকে সারা দিনের ক্লান্তি দূর করতে একটা রোম্যান্টিক গান চালিয়ে দেখুন, বেশ উপকার পাবেন। দু’জনে মিলে একান্ত মুহূর্ত কাটানোর সময়ে গান শুনে দেখুন, মন্দ লাগবে না। তাই শোয়ার ঘরে একটা ব্লুটুথ স্পিকার রাখা যেতেই পারে।

৪) ঘর অপরিচ্ছন্ন রাখলে কিন্তু চলবে না। বাড়ি থেকে বেরোনোর সময়ে শোয়ার ঘরটি অপরিষ্কার রেখে যাবেন না। ঘুম থেকে উঠেই বিছানা সুন্দর করে গুছিয়ে রাখুন। সারা দিন পরিশ্রম করার পর বাড়ি ফিরে ঘর অপিষ্কার দেখলে মেজাজ আরও খারাপ হয়ে যায়। তাই খাটের উপর তোয়ালে, ঘরের এক পাশে নোংরা মোজা, অগোছালো ড্রেসিং টেবিল রাখার অভ্যাসে সবার আগে বদল আনুন।

৫) শোয়ার ঘরে উজ্জ্বল রং ব্যবহার বাড়িয়ে তুলুন। রং ওঠা চাদর, পর্দা, টেবিল কভার, কুশান কভার সবার আগে বাতিল করুন। লাল, গোলাপি, নীলের মতো উজ্জ্বল রঙের চাদর পেতে রাখতে পারেন। হালকা রং পছন্দ হলে সাদা কিংবা প্যাস্টেল শেডের চাদরও বেছে নিতে পারেন। বিছানার উপর কয়েকটি নরম বালিশ, বিছানার চাদরের সঙ্গে মানানসই রঙের কমফর্টার রাখতে ভুলবেন না।

Advertisement
আরও পড়ুন