Safety Precautions

ঘরদোর পরিষ্কার করলেই হবে না, কাজের সময় সাবধান হওয়া জরুরি! কোন কোন বিষয় খেয়াল রাখবেন?

ঘরদোর পরিষ্কার করতে গিয়েই অনেক সময় বিপদ ঘটে যায়। আচমকা চেয়ার থেকে উল্টে গিয়ে চোট কিংবা স্নানঘরে পা হড়কে পড়ে যেতে পারেন সামান্য অসাবধানতায়। বিপদ এড়াতে কোন কোন দিক মাথায় রাখবেন?

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
কলকাতা শেষ আপডেট: ২২ জুলাই ২০২৪ ২০:০৩
ঘর পরিষ্কারের সময় কোন কোন জিনিস মাথায় রাখা দরকার?

ঘর পরিষ্কারের সময় কোন কোন জিনিস মাথায় রাখা দরকার? ছবি: সংগৃহীত।

শোওয়ার ঘর থেকে রান্নাঘর, স্নানঘর সবটাই নিয়মিত পরিষ্কার করা প্রয়োজন। কিন্তু ঘরদোর পরিষ্কার করতে গিয়েই অনেক সময় বিপদ ঘটে যায়। আচমকা চেয়ার উল্টে পড়ে গিয়ে চোট পেতে পারেন কিংবা স্নানঘরে পা হড়কে পড়ে যেতে পারেন সামান্য অসাবধানতায়। তাই ঘর পরিষ্কারের সময় সাবধান হওয়া দরকার। বিপদ এড়াতে কোন কোন দিক মাথায় রাখবেন?

Advertisement

১. ঘরের ধুলো ঝাড়ার পর হাঁচি-কাশি, চোখ লাল হয়ে যাওয়ার সমস্যা হয় অনেকেরই। কারও কারও ধুলোতে অ্যালার্জি থাকে। ঘরদোর পরিষ্কারের সময় মুখ মাস্ক দিয়ে ঢেকে ফেলুন। চোখেও চশমা বা সানগ্লাস পড়ে নিতে পারেন। এতে মুখে-চোখে ধুলো-নোংরা ঢুকে যাওয়ার ভয় থাকবে না।

২. পাখা-আলো পরিষ্কার করতে গিয়ে অনেক সময় চেয়ারে উঠতে হয়। নড়বড়ে চেয়ারে উঠলে টাল সামলাতে না পেরে, পড়ে গেলেই বিপত্তি। ঘর পরিষ্কার তখন মাথায় উঠবে। ছুটতে হবে ডাক্তারের কাছে। তাই উঁচুতে উঠতে হলে বাড়ির অন্য সদস্যকে বলুন চেয়ারটা ধরতে। বা ছোট, পায়াওয়ালা মই ব্যবহার করুন।

৩. স্নানঘর পরিষ্কারের সময় হ়ড়কে যাবে না এমন চটি ব্যবহার করুন। সাবান দিয়ে মেঝে পরিষ্কার করতে হলে মুহূর্তের অসাবধানতায় পড়ে যেতে পারেন।

৪. ঘরের মেঝে কোনও রাসায়নিক বা সাবান জল ব্যবহার করে পরিষ্কারের সময় বাড়ির খুদে সদস্যকে দূরে রাখুন। শিশুদের মধ্যে প্রবণতা থাকে কোনও কিছু বারণ করলে সেটা আগে করার। মেঝেতে সাবান জল থাকলে, দৌড়াদড়ি করতে গিয়ে পড়ে যেতেও পারে সে।

৫. শৌচালয় থেকে বেসিন, স্নানঘর পরিষ্কারের জন্য রাসায়নিক ব্যবহার করলে অবশ্যই তা বাড়ির ছোট সদস্য ও পোষ্যের নাগালের বাইরে রাখুন। এ ধরনের জিনিস শিশু বা পোষ্যের হাতে পড়লে সে খেয়ে ফেললে বা গায়ে মেখে ফেললে, বিপদ ঘটে যাবে।

৬. রাসায়নিক দিয়ে শৌচাগার ও বেসিন পরিষ্কারের সময় হাতে গ্লাভস পরে নিন। এ ধরনের রাসায়নিক ত্বকের সংস্পর্শে এলে হাত রুক্ষ হয়ে যেতে পারে, এমনকি অ্যালার্জিও হতে পারে।

৭. টেবিল, শো-কেস পরিষ্কার করার সময় কাচ বা ভঙ্গুর জিনিস নিরাপদ স্থানে সরিয়ে রাখুন। আচমকা ধাক্কা খেয়ে জিনিসটি পড়ে গেলে শখের জিনিস তো যাবেই, কাচ ভেঙে কাজও বাড়বে। আবার সেই কাচ পরিষ্কার করতে গিয়ে চোটও লাগতে পারে।

৮. রান্নাঘরে গ্যাস পরিষ্কারের সময়ও সতর্কতা প্রয়োজন। কতক্ষণ আগে রান্না হয়েছে খেয়াল রাখুন। নয়তো দ্রুত পরিষ্কার করতে গিয়ে হাত পুড়তে পারে।

৯. বিশেষত বর্ষার দিনে বৈদ্যুতিক সরঞ্জাম ব্যহারের সময় সাবধানতা জরুরি। অনেক সময় সুইচ বোর্ডে শর্ট সার্কিট হয়ে যায়। জল হাতে সুইচ টিপলে বিদ্যুৎস্পৃষ্ট হওয়ার সম্ভাবনা থাকে।

১০. ভ্যাকিউম ক্লিনার-সহ অন্যান্য বৈদ্যুতিক সরঞ্জাম ব্যবহারের পর অবশ্যই প্লাগ খুলে রাখুন। বাড়িতে খুদে সদস্য থাকলে বাড়তি সাবধানতা জরুরি।

আরও পড়ুন
Advertisement