Rangoli Colour

দীপাবলি শেষ, বেঁচে যাওয়া রঙ্গোলি কী ভাবে রাখলে পরের বছর পর্যন্ত ভাল থাকবে?

দীপাবলি শেষ। রঙ্গোলির দরকার হবে আবার সেই পরের বছর। অনেক রং বেঁচে গিয়েছে? জেনে নিন কী ভাবে রাখলে ভাল থাকবে?

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ০৩ নভেম্বর ২০২৪ ১৯:১৪
রঙ্গোলির বেঁচে যাওয়া রং কী ভাবে রাখলে পরের বছরেও ব্যবহার করতে পারবেন?

রঙ্গোলির বেঁচে যাওয়া রং কী ভাবে রাখলে পরের বছরেও ব্যবহার করতে পারবেন? ছবি: সংগৃহীত।

দীপাবলির সময় অনেকেই ঘর সাজাতে রঙ্গোলি করেন। বিভিন্ন রঙের সমাহারে নকশায় সেজে ওঠে ঘর-দালান। তবে উৎসব উপলক্ষে কেনা রঙ্গোলির আর তেমন প্রয়োজন পড়ে না। দীপাবলি মিটলে শুরু হয় নতুন ভাবনা, বেঁচে যাওয়া রঙ্গোলির রং কোথায়, কী ভাবে রাখলে ভাল থাকবে? কারণ, বেশির ভাগ রঙ্গোলি ছোট ছোট প্যাকেটে করে বিক্রি হয়। প্যাকেট কেটে রং বার করার পর সেগুলি রাখতে গিয়ে সমস্যা হয়। কী ভাবে থাকলে, বছরভর ভাল থাকবে সেই রং?

Advertisement

কৌটো

প্রয়োজন মতো ছোট ছোট কৌটো কিনে নিন। তাতেই ঢেলে রাখুন রঙ্গোলি। রং দীর্ঘ দিন ভাল রাখতে হলে, বায়ু নিরোধী কৌটো ব্যবহার করা ভাল।

বাক্স

বাজারে বিভিন্ন ধরনের প্লাস্টিকের বাক্স পাওয়া যায়, যার মধ্যে একাধিক খোপ থাকে। সেগুলির মধ্যে ঢেলেও রঙ্গোলি রাখতে পারেন।

প্লাস্টিকের ব্যাগ

আবার ভাল মানের পাউচ ব্যাগেও আলাদা করে রং ঢেলে মুখটা শক্ত করে এঁটে দিতে পারেন। এতে রং ভরে সেটি যদি প্লাস্টিকের বাক্সে রাখা যায় তবে এর স্থায়িত্ব বাড়বে।

এড়িয়ে চলা দরকার

রঙ্গোলির রঙে জল পড়লে তা নষ্ট হয়ে যেতে পারে। সে ব্যাপারে সাবধান হওয়া দরকার।

শুকনো জায়গায় রং রাখলে ভাল থাকবে।

Advertisement
আরও পড়ুন