Pet Care Tips

কাঠের মেঝে থেকে প্রিয় পোষ্যের প্রস্রাবের দাগ তোলা যাবে! জেনে নিন পদ্ধতি

পোষ্য চারপেয়েটি কয়েক দিনেই গোটা বাড়ি জুড়ে আধিপত্য বিস্তার করেছে। যেখানে-সেখানে মল-মূত্র ত্যাগ করতে পারে ভেবে নির্দিষ্ট জায়গায় কাগজ, কাপড় বিছিয়ে রাখলেও নিজের মর্জিমতোই চলছে সে।

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ১৩ নভেম্বর ২০২৪ ১১:১৮
কাঠের মেঝে থেকে পোষ্যের প্রস্রাবের দাগ তুলবেন কী করে?

কাঠের মেঝে থেকে পোষ্যের প্রস্রাবের দাগ তুলবেন কী করে? ছবি: সংগৃহীত।

বাড়িতে ছোট্ট নতুন সদস্য এসেছে। তবে সে চারপেয়ে। কয়েক দিনের মধ্যেই গোটা বাড়ি জুড়ে আধিপত্য বিস্তার করেছে সে। কিন্তু এখনও পর্যন্ত শিষ্টাচার শেখানো যায়নি। যেখানে-সেখানে মল-মূত্র ত্যাগ করতে পারে ভেবে নির্দিষ্ট জায়গায় কাগজ, কাপড় বিছিয়ে রাখলেও সে নিজের ইচ্ছেমতো কাজ করছে। কিন্তু মুশকিল হচ্ছে মেঝে থেকে দাগ তোলা। চোখের সামনে মল-মূত্র ত্যাগ করলে তৎক্ষণাৎ ব্যবস্থা নেওয়া সম্ভব। কিন্তু চোখের আড়ালে কোথায় কী করছে, তা সব সময়ে ঠাহর করা যাচ্ছে না। শখ করে কাঠের ‘ফ্লোরিং’ করিয়েছিলেন, সেখানে এক বার দাগ ধরে গেলে আর রক্ষে নেই! তবে অভিজ্ঞেরা বলছেন, কাঠের মেঝে থেকে এমন দাগ তোলারও উপায় আছে।

Advertisement

কাঠের মেঝে থেকে পোষ্যের প্রস্রাবের দাগ তুলবেন কী করে?

১) তৎক্ষণাৎ ওই জায়গায় পুরনো খবরের কাগজ, তোয়ালে কিংবা সুতির কাপড় বিছিয়ে দিন। শুষে নেওয়া পর্যন্ত অপেক্ষা করুন। ঘষাঘষি করলে কাঠের মেঝেতে দাগ হয়ে যেতে পারে। এ বার অন্য একটি সুতির কাপড় ভিজিয়ে ওই জায়গাটি হালকা করে মুছে নিতে হবে।

২) পরিস্রুত জলের সঙ্গে সমপরিমাণে ভিনিগার মিশিয়ে নিন। এ বার ওই মিশ্রণ দিয়ে ঘরের মেঝের নির্দিষ্ট ওই অংশটি মুছে ফেলুন। দাগ এবং দুর্গন্ধ— দু’টিই দূর হবে।

৩) প্রস্রাবের দাগ লাগা অংশে পুরু করে বেকিং সোডা ছড়িয়ে দিন। চাইলে সারা রাতও রেখে দিতে পারেন। তার পর ভ্যাকিউম ক্লিনার দিয়ে ওই জায়গাটি ভাল করে পরিষ্কার করে নিন।

Advertisement
আরও পড়ুন