Home Decor Tips

পুজোর আগে হেঁশেলের ভোলবদল চাই? রান্নাঘর সাজিয়ে তুলুন আধুনিকতার ছন্দে

বাড়ির রান্নাঘর খুব গুরুত্বপূর্ণ একটি জায়গা। কারণ, এখানেই তৈরি হয় মন ভাল করা সব খাবার। রান্নাঘর সুন্দর করে গুছিয়ে রাখলে, রান্না করতেও যেন বাড়তি আনন্দ হয়। পুরনো রান্নাঘরে আধুনিকতার চমক আনবেন কী করে?

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
কলকাতা শেষ আপডেট: ২৪ সেপ্টেম্বর ২০২৩ ২০:২৮
হেঁশেলের ভোলবদল হোক পুজোর আগে।

হেঁশেলের ভোলবদল হোক পুজোর আগে। ছবি: সংগৃহীত।

পুজো মানেই নতুন পোশাক, নতুন জুতো, নতুন চুলেক কাট— নিজের ভোল একেবারে বদলে ফেলা। তবে শুধু নিজের নয়, উৎসবের আগে বাড়িরও ভোলবদল করতে হবে বইকি। তবে কেবল বসার ঘরের সাজগোজের দিকে নজর দিলেই চলবে না, সুন্দর করে সাজিয়ে তুলতে হবে বাড়ির সব কোনা। রান্নাঘরটিও ভুললে চলবে না।

Advertisement

বাড়ির রান্নাঘর খুব গুরুত্বপূর্ণ একটি জায়গা। কারণ, এখানেই তৈরি হয় মন ভাল করা সব খাবার। রান্নাঘর সুন্দর করে গুছিয়ে রাখলে, রান্না করতেও যেন বাড়তি আনন্দ হয়। পুরনো রান্নাঘরে আধুনিকতার চমক আনবেন কী করে?

১) রান্নাঘরে হালকা রঙের ক্যাবিনেট নয়। উজ্জ্বল রঙের সানমাইকা ব্যবহার করুন হেঁশেলে। মেরুন, বেগনি, সবুজের মতো বাহারি রঙের সালমাইকা ভোল বদলে দেবে আপনার হেঁশেলের।

২) বসার ঘর কিংবা শোয়ার ঘর নয়, হেঁশেলকেও কিন্তু নানা রকম লাইট দিয়ে সাজিয়ে তুলতে পারবেন। আলো কিন্তু অন্দরসজ্জার গুরুত্বপূর্ণ উপকরণ। তাই রান্নাঘর আলো নিয়ে খেলা করলে দেখতে বেশ ভালই লাগে।

ন্নাঘর সুন্দর করে গুছিয়ে রাখলে, রান্না করতেও যেন বাড়তি আনন্দ হয়।

ন্নাঘর সুন্দর করে গুছিয়ে রাখলে, রান্না করতেও যেন বাড়তি আনন্দ হয়।

৩) গ্যাসের স্ল্যাব আর দেওয়ালে টাইলসের বদলে কালো মার্বেলের ব্যবহার করতে পারেন। রান্নাঘরকে আধুনিক চেহারা দেবে এই ছোট্ট পরিবর্তন।

৪) এখন ‘ওপেন কিচেন’-এর কায়দা ভীষণ চলছে। রান্নাঘরকে নতুন ভাবে সাজাতে হলে আপনিও পুরনো রান্নাঘরের দেওয়াল ভেঙে ‘ওপেন কিচেন’ বানিয়ে ফেলতে পারেন।

৫) রান্নাঘরের মেঝেতেও বদল আনতে পারেন। হেঁশেলে কাঠের মেঝে বেশ ভাল মানায়। আর খুব বেশি খরচ করতে না চাইলে, কাঠের ট্রেক্সারযুক্ত ম্যাটও ব্যবহার করতে পারেন।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
আরও পড়ুন
Advertisement