House Party

বর্ষবরণে ঘরোয়া জমায়েতের তোড়জোড়? কী ভাবে সাজাবেন, কী কী রাখবেন পার্টিতে?

বাড়িতে ঘনিষ্ঠ বন্ধু-বান্ধবদের নিয়ে বর্ষবরণের পার্টি করবেন? কিন্তু কী ভাবে তার প্রস্তুতি নেবেন?

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ৩১ ডিসেম্বর ২০২৪ ১৭:১৪
নতুন বছরকে স্বাগত জানাতে কী ভাবে ঘরোয়া পার্টি প্রস্তুতি নেবেন?

নতুন বছরকে স্বাগত জানাতে কী ভাবে ঘরোয়া পার্টি প্রস্তুতি নেবেন? ছবি:ফ্রিপিক।

নতুন বছরকে স্বাগত জানাতে বাড়িতেই বন্ধুবান্ধবদের আমন্ত্রণ জানিয়েছেন। তার জন্য তোড়জোড়ও শুরু করেছেন। কিন্তু নৈশ পার্টি জমিয়ে দিতে কী করবেন, ভেবেছেন কি! যে, যার মতো এলেন, গল্প করলেন, খেলেন, চলে গেলেন— এটা তো আর পার্টির উদ্দেশ্য নয়। বরং সকলের কাছেই যাতে ঘরোয়া জমায়েত উপভোগ্য হয়ে ওঠে, তা দেখা দরকার।

Advertisement

থিম

থিমের সঙ্গে মিলিয়ে সাজাতে অন্দরমহল।

থিমের সঙ্গে মিলিয়ে সাজাতে অন্দরমহল। ছবি: সংগৃহীত।

পার্টির জন্য কোনও থিম তৈরি করতে পারেন। আবার সে সব ঝক্কি বলে মনে হল, পোশাকের রং নির্দিষ্ট করে দিতে পারেন। এটা নির্ভর করছে কারা নিমন্ত্রিত, তার উপর। যদি বছর শেষে পার্টিতে কালো রঙের পোশাক বেছে নেন, তা হলে সে ভাবেই জায়গাটি সাজাতে হবে। যে হেতু এটি বর্ষবরণের জন্য, তাই একটি দেওয়ালে কালো এবং সোনালি রঙের বেলুন দিয়ে সাজিয়ে নিন। ‘২০২৫’ লেখা বেলুন, হাওয়া দিয়ে ফোলানো যায়, এমন শ্যাম্পেনের বোতলের মতো বেলুন দিয়ে দেওয়ালটি সাজিয়ে ফেলুন।

সাজসজ্জা

পার্টি কোথায় হবে? ছাদে, বাগানে, না ঘরে? যে জায়গায় পার্টি, সেই জায়গাটি রকমারি আলোর চেন দিয়ে যেমন সাজাতে পারেন, তেমনই ব্যবহার করতে পারেন রকমারি মোমবাতি। তবে যদি মনে হয়, খুদেরা ছোটাছুটি করতে গিয়ে মোম ফেলে দিতে পারে, তা হলে ব্যাটারি চালিত মোমবাতিও বেছে নিতে পারেন। তাজা ফুল ঘর থেকে খাবার টেবিলে সাজিয়ে রাখলেও ভাল লাগবে।

খুদের জন্য

ঘরোয়া জমায়েতে যদি খুদে সদস্যেরা এসে থাকে, তাদের জন্য থিমের সঙ্গে মিলিয়ে ‘২০২৫’ লেখা টুপি আনিয়ে রাখতে পারেন। অবশ্যই তাদের পছন্দের খাবার সুন্দর করে টেবিলে সাজিয়ে রাখতে হবে। মার্শমেলো শিশুরা পছন্দ করে। মার্সমেলোর ডাঁটিতে ২০২৫ লেখা স্টিকার জুড়ে দিতে পারেন। তাদের জন্য ছোটখাটো মজার খেলার ব্যবস্থা করতে পারেন, যা শুধু ছোটরা নয়, বড়রাও উপভোগ করবে।

খাবার সাজিয়ে রাখুন

ঘরোয়া ছোট পার্টি হলে সুদৃশ্য পাত্রে খাবার টেবিলে সাজিয়ে রাখুন। তা হলে অতিথিরা নিজেরাই পছন্দমতো খাবার নিজেরা নিয়ে খেয়ে নেবেন। পরিবেশনের ঝামেলা থাকবে না। আবার যদি বাড়ির বাগান বা ছাদে পার্টির আয়োজন করেন, তা হলে সকলে মিলে আড্ডা দিতে দিতে তন্দুরি মাংস সেঁকে নেওয়ার বা বারবিকিউয়ের ব্যবস্থাও রাখতে পারেন।

কেক

নতুন বছর উদ্‌যাপনে অবশ্যই রাখুন কেক।

নতুন বছর উদ্‌যাপনে অবশ্যই রাখুন কেক। ছবি: ফ্রিপিক।

বর্ষবরণের জন্য একটা কেক কিন্তু অর্ডার দিতে ভুলবেন না। বেছে নিতে পারেন নববর্ষের জন্য বিশেষ থিম কেক। রাত ঠিক ১২টার সময় কেক কাটার ব্যবস্থা রাখতে পারেন, যাতে পার্টি শেষ হওয়ার ঠিক আগে উদ্‌যাপন করা যায়।

কাউন্টডাউন

বছর শেষ আর নতুন বছরের শুরুর মুহূর্তে কাউন্টডাউন যেন বাদ না পড়ে। পার্টির জায়গায় বড় একটা ঘড়ি রাখতে পারেন। আর সেই কাউন্টডাউনে সকলেই গলা মেলাতে পারেন।

Advertisement
আরও পড়ুন