বাড়িতেই বানিয়ে নিন তরল ডিটারজেন্ট। ছবি: সংগৃহীত।
ওয়াশিং মেশিনটা বেশ কয়েক মাস হল বিগড়েছে। অগত্যা জামাকাপড় কাচতে হাতই ভরসা। কিন্তু কিছু দিন পর খেয়াল করলেন হাতের তালু কেমন খসখসে হয়ে গিয়েছে। কয়েক মাস আগেও হাতের তালু বেশ নরম এবং মসৃণ ছিল। হঠাৎ কেন এমন হল, সেই কারণ খুঁজতে গিয়ে জানা গেল দোষ আসলে ডিটারজেন্ট গুঁড়োর। ডিটারজেন্টে থাকা ক্ষারীয় পদার্থ হাত খসখসে করে তোলে। কয়েক দিন ক্রিম মাখলে না হয় হাত নরম হয়ে যাবে। কিন্তু সেটা তো একমাত্র সমাধান হতে পারে। তার চেয়ে কেনা ডিটারজেন্ট ব্যবহার করা বন্ধ করে দিন। বাড়িতেই বানিয়ে নিতে পারেন তরল ডিটারজেন্ট। তাতে জামাকাপড়ও পরিষ্কার হবে আর হাতও মসৃণ থাকবে।
কী কী লাগবে ঘরোয়া ডিটারজেন্ট তৈরি করতে?
১০ কাপ বেকিং সোডা, ১০ কাপ ওয়াশিং সোডা, এসেনশিয়াল অয়েল ৩ টেবিল চামচ, তরল গ্লিসারিন সাবান ৫ কাপ। বেকিং সোডা ও ওয়াশিং সোডা জামাকাপড় জীবাণুমুক্ত করতে সাহায্য করে। গ্লিসারিন তরল জামাকাপড় কাচার সময় ফেনা হতে সাহায্য করে। আর এসেনশিয়াল অয়েল পোশাক সুগন্ধে ভরিয়ে তোলে।
কী ভাবে বানাবেন?
একটি বড় বাটিতে বেকিং সোডা, ওয়াশিং সোডা ও তরল সাবান মিশিয়ে নিন। মিশ্রণটি ঝাঁকিয়ে নিয়ে তার মধ্যে এসেনশিয়াল অয়েল মিশিয়ে বোতলে ভরে রেখে দিন।
কী ভাবে ব্যবহার করবেন?
এক বালতি জলের জন্য এই তরল ডিটারজেন্ট প্রয়োজন হবে আধ কাপ মতো। তবে বেশি জামাকাপড় হলে বেশি পরিমাণে দিতে হবে। এক বার বানিয়ে রাখলে বেশ কয়েক মাসের জন্য নিশ্চিন্ত।