Hidden Door

দরজা অথচ দরজা হিসাবে চেনা যাবে না, রাখা যাবে জিনিসপত্রও, কী ভাবে তা সম্ভব?

ঘরেই থাকবে দরজা, অথচ তা দেখে বোঝা যাবে না। দরজাতেই রাখা যাবে প্রয়োজনীয় জিনিস। কী ভাবে এমন অন্দরসজ্জা করবেন?

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ০৮ ডিসেম্বর ২০২৪ ১৯:৪৫
দরজা অথচ দেখে বোঝার উপায় নেই?

দরজা অথচ দেখে বোঝার উপায় নেই? ছবি: সংগৃহীত।

ঘর সাজাতে প্রতি দিনই নিত্যনতুন ধারণা তৈরি হচ্ছে। ছোট্ট জায়গায় কী ভাবে জিনিসপত্র আরও বেশি করে রাখা যায় তা নিয়ে ভাবনাচিন্তা করে চলেছেন অন্দরসজ্জা শিল্পীরা। সেই মতোই তৈরি হচ্ছে বিভিন্ন আসবাব।

Advertisement

কিন্তু তা বলে দরজায় দিব্যি শো-পিস রাখা যাবে? তা আবার হয় নাকি! ভাবনাচিন্তা করলে অনেক কিছুই যে হয়, বিভিন্ন অন্দরসজ্জায় তা ফুটে উঠছে। বিষয়টি ঠিক কী? অনেকটা সুকুমার রায়ের হ-য-ব-র-ল গল্পের মতো। ছিল রুমাল হয়ে গেল বেড়াল। ঘরে ঢুকলেন, দেখলেন রকমারি জিনিস পত্র সাজানো দেওয়াল আলমারি। হাতল ধরে টানলেন, আর অমনি খুলে গেল দরজা। চাইলে বাড়িতেও এমন দরজা তৈরি করাতে পারেন।

তাকের আদলে দরজা: দেওয়ালে যেমন তাকে জিনিসপত্র এবং বই থাকে দরজাটিও তেমন হবে। শুধু তাতে একটি হাতল থাকবে। সেটি ধরে টান দিলে সাজানো তাক-সহ দরজা খুলে যাবে। নতুন কোনও অতিথি ঘরে এলে তিনি বুঝতেই পারবেন না সেটি দরজা। এতে দু’টি সুবিধা, দরজার জায়গাটিও জিনিসপত্র রাখার জন্য ব্যবহার করা যাবে, আবার চিরপরিচিত দরজার ভাবনাও বদলাবে।

দেখলে মনে হবে আলমারি। কিন্তু  আসলে তা দরজা।

দেখলে মনে হবে আলমারি। কিন্তু আসলে তা দরজা। ছবি: সংগৃহীত।

আয়না দরজা: অনেক সিনেমায় হয়তো দেখেছেন আয়নার ভিতরে অন্য জগৎ। এ ক্ষেত্রে আয়না আসলে দরজা হয়ে খুলে যাবে। দরজার পিছনে থাকবে আয়না। এমন ভাবে তা তৈরি করা হবে যে আয়নার হাতল ধরে টানলেই তা দরজার মতো খুলে যাবে।

স্লাইডিং দরজা: স্লাইডিং দরজা বহু বাড়িতেই থাকে। কিন্তু এটি তৈরির ক্ষেত্রে ভাবনা দরকার। কোনও একটি দেওয়ালে কাঠের কাজ করিয়েছেন। সমগ্র দেওয়ালের পাশাপাশি এই এখই কাঠের নকশা বা প্লাই দরজাতেও ব্যবহার করতে হবে। দরজা বন্ধ থাকলে, যে কেউ সেটিকে দেওয়াল ভাববেন। তবে দেওয়ালে লাগানো হাতলে চাপ দিলেই সেটি পাশে সরে যাবে।

Advertisement
আরও পড়ুন