Bird Attracted Flowers

ঘুম ভাঙবে পাখির মিষ্টি কলতানে, যদি বাড়ির বাগানে থাকে ৩ ধরনের ফুলগাছ

ফুলের বাগান থেকে পাখির ডাক আজ পর্যন্ত কানে ভেসে আসেনি। এর একটা কারণ হতে পারে, পাখিদের পছন্দের ফুলগাছ বাগানে নেই। বাগানে কী কী ফুলগাছ রাখলে পাখিদের ডাকে ঘুম ভাঙবে?

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
কলকাতা শেষ আপডেট: ০১ অগস্ট ২০২৪ ১৮:৪৩
Flowers that will attract birds to your garden

কোন ফুলের আকর্ষণে পাখি আসবে বাগানে? ছবি: সংগৃহীত।

ঘুম ভাঙবে পাখির ডাকে। পাখিদের কিচিরমিচিরে ধীরে ধীরে ছিন্ন হবে ঘুমের পর্দা। এ যেন স্বর্গসুখ। সেই কারণে বাড়ির পাশের একফালি জায়গায় ফুলের বাগান করেছেন। যাতে ফুলগাছের ডালে ডালে পাখিরা ঘুরে বেড়াতে পারে। কিন্তু যেমন ভেবেছিলেন, তেমন ঠিক হচ্ছে না। ফুলের বাগান থেকে পাখির ডাক আজ পর্যন্ত কানে ভেসে আসেনি। এর একটা কারণ হতে পারে পাখিদের পছন্দের ফুলগাছ বাগানে নেই। বাগানে কী কী ফুলগাছ রাখলে পাখিদের ডাকে ঘুম ভাঙবে?

Advertisement

জবা

বাড়ির বাগানে জবা গাছ থাকেই। তবে যদি না থাকে, তা হলে জবা গাছ পুঁততে পারেন। জবা গাছের আকর্ষণে পাখিরা আসবে। লাল ছাড়াও গোলাপি, সাদা জবাও হয়। গন্ধ না থাকলেও জবার রঙে আকৃষ্ট হয়ে পাখিরা ছুটে আসবে।

পলাশ

পলাশ বসন্তের ফুল। এখন বর্ষাকাল হলেও, ঋতুচক্রের নিয়মে বসন্তে নির্দিষ্ট সময়ে আসবে। তখন যদি আপনার বাড়ির বাগান পলাশ ফোটে, পাখিরা আস্তানা তৈরি করবে এখানে এসেই।

Flowers that will attract birds to your garden

গাঢ় গোলাপি রঙের বোগেনভেলিয়া পাখিদের ভীষণ প্রিয়। ছবি: পিক্সাবে।

বোগেনভেলিয়া

গাঢ় গোলাপি রঙের এই বোগেনভেলিয়া পাখিদেরও ভীষণ প্রিয়। দূর থেকে যদি পাখির চোখ যদি থোকা থোকা বোগেনভেলিয়া ফুটে থাকতে দেখে, তা হলে পাখির ঝাঁক উড়ে আসতে বাধ্য।

আরও পড়ুন
Advertisement