Diwali Home Decor

রঙিন উল থেকে কাপকেক মোল্ডের ব্যবহার, দীপাবলিতে কেনা নয়, হাতে তৈরি আলোতেই হোক অন্দরসজ্জা

বাড়ির চারপাশের বাজার ছেয়ে গিয়েছে রকমারি আলোয়। কিন্তু এ বার যদি নিজের বাড়ির আলো নিজেই তৈরি করে ফেলেন, তা হলে কেমন হয়? আলোর ব্যবহারে আপনি বদলে দিতে পারেন বাড়ির অন্দরসজ্জার একঘেয়েমি। কী ভাবে বাড়িতেই হরেক রকম আলো বানাবেন, রইল হদিস।

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
কলকাতা শেষ আপডেট: ২১ অক্টোবর ২০২৪ ১৯:৩৭
আলোর ব্যবহারে আপনি বদলে দিতে পারেন বাড়ির অন্দরসজ্জার একঘেয়েমি।

আলোর ব্যবহারে আপনি বদলে দিতে পারেন বাড়ির অন্দরসজ্জার একঘেয়েমি। ছবি: শাটারস্টক।

দীপাবলি মানেই বাড়ির ভিতর ও বাইরে আলোর রোশনাই। বছরের এই একটা সময় সমস্ত আঁধার দূরে সরিয়ে রেখে আলোয় উৎসবে মেতে ওঠেন ভারতবাসী। আর তার জন্য কত না তোড়জোড়! ইতিমধ্যেই বাড়ির চারপাশের বাজার ছেয়ে গিয়েছে রকমারি আলোয়। কিন্তু এ বার যদি নিজের বাড়ির আলো নিজেই তৈরি করে ফেলেন, তা হলে কেমন হয়? আলোর ব্যবহারে আপনি বদলে দিতে পারেন বাড়ির অন্দরসজ্জার একঘেয়েমি। কী ভাবে বাড়িতেই হরেক রকম আলো বানাবেন, রইল হদিস।

Advertisement

উলের বাতি দিয়েই বাজিমাত: প্রথমে একটি বেলুন ফুলিয়ে নিন। এ বার একটি বাটিতে খানিকটা আঠা ও জল মিশিয়ে পাতলা মিশ্রণ তৈরি করে নিন। বেলুনের গায়ে আঠা লাগিয়ে পাটের দড়ি, উল অথবা নারকেল দড়ি তার চারপাশে ভাল করে পাকিয়ে নিন। ঘণ্টাখানেক রোদে রেখে শুকিয়ে ফেলুন। এ বার পিন দিয়ে বেলুনের গায়ে ফুটো করে বেলুনটি ফাটিয়ে দিন। দেখবেন সুতো, দড়ি বা উলের একটা শক্তপোক্ত খাঁচা তৈরি হয়েছে। এর পরে পছন্দমতো স্প্রে রং করে একটা হলুদ বাল্‌ব কিংবা তার ফিতরে রঙিন টুনি লাগিয়ে ঝুলিয়ে দিলেই হল।

উল দিয়ে তৈরি বাতিতেই বদলে যাবে অন্দরের ভোল।

উল দিয়ে তৈরি বাতিতেই বদলে যাবে অন্দরের ভোল। ছবি: সংগৃহীত।

বোতল দিয়ে কারসাজি: বাড়িতে ওয়াইনের বোতল জমিয়ে রেখেছেন? অন্দরসজ্জায় কাজে লাগিয়ে ফেলুন সেগুলি। ওয়াইনের বোতল না থাকলেও বাড়িতে বিভিন্ন রকম সসের বোতল, জুসের বোতল থাকে। সেই বোতলের গায়ে অ্যাক্রিলিক, স্প্রে পেন্ট বা ফ্যাব্রিক রঙে পছন্দসই নকশা এঁকে নিন। রং শুকিয়ে গেলে তার ভিতরে ঢুকিয়ে দিন টুনি বাল্‌ব। এ বার এগুলি ঘরের কোণে রাখতেও পারেন, আবার ঝুলিয়েও দিতে পারেন সিলিং থেকে।

ফেলে না দিয়ে বোতল দিয়েই হোক কারসাজি।

ফেলে না দিয়ে বোতল দিয়েই হোক কারসাজি। ছবি: সংগৃহীত।

কাপকেক লাইনার লাইট: বাজার থেকে কিনে আনুন রংবেরঙের মাফিন বা কাপকেক বানানোর রঙিন লাইনার বা মোল্ড। এ বার শক্ত কাগজের উপরে রংচঙে মাফিন লাইনার্স আঠা দিয়ে লাগিয়ে তার মধ্যে ফুটো করুন। তার পর টুনি বাল্‌ব ঝুলিয়ে দিন। শিশুদের ঘরেই হোক কিংবা বারান্দার সজ্জায়, নিজের হাতে তৈরি এমন ব্যবহার করলে দেখতে কিন্তু খাসা লাগবে।

এ তো গেল হাতে তৈরি আলোর কথা। এই সমস্ত আলো ছাড়াও জারের ভিতরে টুনি বাল্‌বের গোছা কিংবা সেন্টার টেবিলের উপর বড় কাচের পাত্রে জল ঢেলে রঙিন ফুল আর ভাসমান মোমবাতির সজ্জা বদলে দিতে পারে আপনার অন্দরের সাজ। কেউ যদি নিজের হাতে আলো না-ও তৈরি করেন, কিনে আনা আলো দিয়েই বাড়ি সাজাতে পারেন নানা ভাবে। শুধুমাত্র রেলিংয়ে নয়, বরং বইয়ের তাকের ধার ধরে অথবা আয়নার চারপাশে লাগিয়ে ফেলুন রঙিন আলো। সিঁড়িতে ওঠা-নামার রেলিংয়ে পাকিয়ে পাকিয়ে অথবা গাছের টবেও আলগোছে আলো সাজিয়ে রাখতে পারেন।

আরও পড়ুন
Advertisement