নতুন বাড়ির ব্যালকনিতে বাগান তৈরির কথা ভাবছেন? কোন ভুলগুলি একেবারেই করবেন না?

অজান্তেই অনেকে এমন কিছু ভুল করে ফেলেন, যার জেরে ক্ষতি হয় গাছের। বাগান তৈরির সময় কোন ভুলগুলি এড়িয়ে চলবেন?

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
কলকাতা শেষ আপডেট: ১১ মে ২০২৪ ১৯:১০
বাগান তৈরিরও কৌশল আছে।

বাগান তৈরিরও কৌশল আছে। ছবি: সংগৃহীত।

অনেকেই বাড়ির পাশের একফালি ফাঁকা জায়গায় বাগান ফলিয়েছেন। নিয়মিত বাগানের গাছগুলির যত্ন নেন, জল দেন, আলো-হাওয়া পাচ্ছে কি না সেদিকে খেয়াল রাখেন। কিন্তু এত যত্নআত্তি করেও বাগান যেন মনের মতো হয় না। তার অবশ্য কিছু কারণ আছে। বাগান করা কিন্তু সহজ নয়। এ বিষয়ে পেশাদার কোনও জ্ঞান না থাকলে, মনের মতো বাগান তৈরি করা সহজ নয়। অজান্তেই অনেকে এমন কিছু ভুল করে ফেলেন, যার জেরে ক্ষতি হয় গাছের। বাগান তৈরির সময় কোন ভুলগুলি এড়িয়ে চলবেন?

Advertisement

১) গাছ ভাল রাখতে জল দেওয়া জরুরি। কিন্তু অতিরিক্ত নয়। তাতে হিতে বিপরীত হতে পারে। কম জল পেলে যেমন গাছের পাতা হলুদ হয়ে যায়, তেমনি বেশি জল দিলেও গাছের পাতা পচে যেতে পারে। কোন গাছে কতটা জল দেবেন, তা বোঝা যায় টবের মাটি ছুঁলেই। যদি দেখেন আঙুলে মাটি লেগে যাচ্ছে, তা হলে আর জল দেওয়ার প্রয়োজন নেই। যখন একদম শুকিয়ে যাবে, তখন জল দেবেন।

২) আলো, সার, জল সব কিছুই পর্যাপ্ত পরিমাণে পাওয়া সত্ত্বেও গাছ যদি না বাড়ে, তাহলে কোথাও সমস্যা হচ্ছে কি না দেখা জরুরি। অনেক সময় গাছে পোকা লাগলেও সহজে বাড়তে চায় না। তা-ও যদি না হয়, সে ক্ষেত্রে গাছের পাতা নিয়ম করে ছাঁটতে থাকুন। ঠিক সময়ে গাছ ছাঁটলে গাছও সুন্দর ভাবে বেড়ে ওঠে।

৩) টব কেনার সময় দেখে নেওয়া জরুরি টবের নীচে ফুটো রয়েছে কি না। বাহারি নকশা করা টব কিনে তাতে গাছ পুঁতে দিলেই হল না। যে টবে ফুটো রয়েছে, সেগুলিই গাছের জন্য সেরা। টবে ফুটো না থাকলে জল জমে গাছের শিকড় পচিয়ে দিতে পারে। গাছে ভাল করে জল দেওয়া যেমন প্রয়োজন, তেমনই সেই জল যাতে বয়ে যায়, সেটাও তো দেখা প্রয়োজন।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
আরও পড়ুন
Advertisement