বাহারি গাছে সাজিয়ে নিন ঘর। ছবি:ফ্রিপিক।
নতুন বছরে ঘর সাজাতে আরও গাছ কিনতে চান। কিন্তু কিনবেন কোনগুলি? জ়েড প্ল্যান্ট, মানি প্ল্যান্ট, স্নেক প্ল্যান্ট, পোথস এগুলি অন্দরসজ্জায় বহুল ব্যবহৃত। এই ধরনের গাছ যদি বাড়িতে থাকে, তা হলে দরকার নতুন কিছু। সেই তালিকায় রাখতে পারেন প্যাডেল প্ল্যান্ট, কোলিয়াস, পয়েনসেটিয়ার মতো বাহারি গাছ।
প্যাডেল প্ল্যান্ট
এটি এক ধরনের সাকুলেন্ট। লম্বা ডাঁটিতে থাকে বাহারি পাতা। সবুজ, লালচে ছোঁয়া থাকে তাতে। অল্প জল-হাওয়াতেই তাজা থাকে গাছটি। ঘর, বারান্দা যে কোনও জায়গায় সুন্দর টবে রাখলে প্যাডেল প্ল্যান্টই ঘরের শোভা বাড়িয়ে দিতে পারে।
কোলিয়াস
পাতাবাহার এই গাছটি বাড়ির বারান্দায় রাখলে, সকলের চোখ সে দিকেই যাবে। খয়েরি, হলুদ, সবুজ, বেগুনি রঙের নকশা ফুটে ওঠে পাতায়। ঝাঁকড়া হয় গাছটি। টব ভরে থাকে। এই গাছটিও অল্প জল-হাওয়ায় দিব্যি ভাল থাকতে পারে।
পয়েনসেটিয়া
সবুজ এবং লাল বড় বড় পাতার মিশ্রণ দেখা যায় পয়েনসেটিয়া। অন্য রঙেরও হয়। নতুন বছরে ঘর সাজাতে এই গাছটিও বেছে নিতে পারেন। সূর্যালোক পড়ে এমন জায়গায় গাছটি রাখতে হবে। অন্দরসজ্জায় ব্যবহার করলেও দিনে ২-৩ ঘণ্টা অন্তত রোদে গাছটি রাখা প্রয়োজন।