Home Decor

কঠিন সময়ে মন ভাল রাখতে কী ভাবে ঘর সাজাবেন, জেনে নিন

এত অস্বস্তিকর পরিস্থিতির মধ্যেও যাতে অন্তত ভাল রাখা যায় মন। তার জন্য অন্দরসজ্জায় নজর দেওয়া যাক।

Advertisement
নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ১২ মে ২০২১ ২২:০০
রঙের বিচিত্র্য ঘরের পরিবেশ বদলাতে সাহায্য করবে।

রঙের বিচিত্র্য ঘরের পরিবেশ বদলাতে সাহায্য করবে। ফাইল চিত্র

অফিস যাওয়া প্রায় বন্ধ। সঙ্গে ক্ষণে ক্ষণে বিপদের বার্তা। মৃত্যু। এমন সময়ে বাড়ির চার দেওয়ালের মধ্যে আটকে থেকে মন অস্থির হয়ে উঠছে অনেকের। নিজের হাতে যেটুকু আছে, তা করা যাক। এত অস্বস্তিকর পরিস্থিতির মধ্যেও যাতে অন্তত ভাল রাখা যায় মন। তার জন্য অন্দরসজ্জায় নজর দেওয়া যাক।

অনেক খাটনির কাজ যে এখন করা সম্ভব নয়, তা সকলেই জানেন। বাড়ি থেকে বেশি বেরোনো যাবে না। তবে যা করা যায়, তা হল অল্পের মধ্যে গুছিয়ে থাকা।

Advertisement

গাছ

যে ঘরে বসে কাজ করছেন, সেখানে গাছ রাখতে পারেন। ঘরে সবুজের উপস্থিতি মন ভাল রাখে।

ছবি

দেওয়াল সাজাতে ভাল পেন্টিং বা ফোটো ব্যবহার করুন। রঙের বিচিত্র্য ঘরের পরিবেশ বদলাতে সাহায্য করবে।

গোছানো

সর্বক্ষণ বাড়িতে থাকলে একঘেয়ে লাগে। গোছাতে ইচ্ছা করে না। আবার অপরিচ্ছন্ন ঘর দেখতে ভালও লাগে না। কাজের ফাঁকে অবশ্যই ঘর পরিষ্কার করুন।

Advertisement
আরও পড়ুন