Gmail New Feature

জরুরি মেল খুঁজতে আর হন্যে হতে হবে না, পুরনো ‘সার্চ’ বদলে নতুন এআই ফিচার আনছে গুগ্‌ল

এআই-নিয়ন্ত্রিত এই সার্চ অপশনে কিওয়ার্ড দিয়ে খুঁজতে হবে না। জরুরি মেল খুব দ্রুত খুঁজে পাবেন গ্রাহকেরা। কী ভাবে তা সম্ভব?

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ২৩ মার্চ ২০২৫ ১৮:৪৮
Gmail\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\'s upgraded search results help you find the emails, here is the process

জিমেলের সার্চ অপশনে কী বদল আসছে? ছবি: ফ্রিপিক।

প্রতি দিনই গাদা গাদা মেল ঢুকছে। ইনবক্সে কয়েক হাজার মেল জমেছে। এর মধ্যে জরুরি ইমেলটি খুঁজে পেতে রীতিমতো হয়রান হতে হয়। অনেক সময়ে ‘সার্চ’ অপশনে গিয়ে খুঁজে পেতে দেরি হয়। আর যদি অনেক পুরনো ইমেল হয়, তা হলে খোঁজাখুঁজিতে বিস্তর সময় লাগে। এই সমস্যা মেটানোর জন্য কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) প্রয়োগে সার্চ টুলে নতুন আপডেট আনল গুগ্‌ল।

Advertisement

এআই-নিয়ন্ত্রিত এই সার্চ অপশনে কিওয়ার্ড দিয়ে খুঁজতে হবে না। বরং যে আইডি থেকে বেশি ইমেল আসে অথবা যে আইডিতে আপনি বেশি ইমেল পাঠান, সেটি অ্যালগরিদ্‌মে ‘মোস্ট রিলেভ্যান্ট’ হয়ে যাবে। আর এই ‘মোস্ট রিলেভ্যান্ট’ অপশনকে কাজে লাগিয়েই জরুরি মেলটি খুঁজে পাওয়া যাবে।

এই সার্চ অপশন বিশ্ব জুড়েই জিমেল অ্যাকাউন্টে চালু হয়েছে। জিমেলের অ্যাপ হোক বা ওয়েব ভার্সন, সবেতেই এই সুবিধা পাওয়া যাবে বলে জানা গিয়েছে। ‘মোস্ট রিলেভ্যান্ট’ এবং ‘মোস্ট রিসেন্ট’— এই দুই অপশন বেছে নেওয়া যাবে।

ধরা যাক, আপনি জরুরি মেলটি খুঁজে পেতে সার্চ অপশনে গিয়ে সেই কিওয়ার্ড দিয়েছেন। এত দিন এমন হত যে ,সেই কিওয়ার্ডটি রয়েছে বা তার সঙ্গে মিল রয়েছে এমন যাবতীয় মেল সামনে চলে আসত। তাতে অপ্রয়োজনীয় মেলও থাকত। সেখান থেকে জরুরি মেলটি খুঁজে পেতে যথেষ্টই সমস্যা হত। কিন্তু এখন তা হবে না। সাম্প্রতিক সময়ের কোনও জরুরি মেল খুঁজে পেতে ‘মোস্ট রিসেন্ট’ অপশন আসবে, আর পুরনো মেল খুঁজে পেতে ‘মোস্ট রিলেভ্যান্ট’ অপশনটি ব্যবহার করা যাবে। তাতে আপনি ঠিক যে মেলটি খুঁজছেন, সেটিই সামনে আসবে। এআই-অ্যালগরিদ্‌ম অপ্রয়োজনীয় মেলগুলিকে সরিয়ে দেবে। এতে জিমেলে খুব দ্রুত সার্চও করা যাবে এবং গ্রাহককে নাকানিচোবানি খেতে হবে না।

Advertisement
আরও পড়ুন