Bollywood Fashion

হিপ্পি-হারেম থেকে কার্টুন চরিত্র আঁকা ট্রাউজ়ার্স, সলমন-অক্ষয় ফ্যাশনে টেক্কা দিলেন রণবীরকেও

সারা বছর জিন্‌সের উপর ভরসা রাখলেও গরমে কিন্তু ছেলেরাও ফ্যাশনে একটু আরামের খোঁজ করছে। গাবদা জিন্‌স ছেড়ে নানা রকম ‘সাহসী’ ট্রাউজ়ার্সের দিকে ঝুঁকছেন বলিপাড়ার নায়করা। এ বছর গরমের দিনের সাজেও খানিক চমক আনতে আপনিও কিন্তু বেছে নিতেই পারেন রকমারি কায়দার সব ট্রাউজ়ার।

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ৩০ এপ্রিল ২০২৪ ১০:২০
০১ ১৪
গরম পড়েছে জাঁকিয়ে। এই গরমে কেবল মহিলাদের ফ্যাশনেই বদল এসেছে তা নয়,  ছেলেরাও কিন্তু ফ্যাশন নিয়ে যথেষ্ট সচেতন। সারা বছর জিন্‌সের উপর ভরসা রাখলেও গরমে কিন্তু ছেলেরাও ফ্যাশনে একটু আরামের খোঁজ করছে। গাবদা জিন্‌স ছেড়ে নানা রকম ‘সাহসী’ ট্রাউজ়ার্সের দিকে ঝুঁকছেন বলিপাড়ার নায়করা। এ বছর গরমের দিনের সাজেও খানিক চমক আনতে আপনিও কিন্তু বেছে নিতেই পারেন রকমারি কায়দার সব ট্রাউজ়ার্স।

গরম পড়েছে জাঁকিয়ে। এই গরমে কেবল মহিলাদের ফ্যাশনেই বদল এসেছে তা নয়, ছেলেরাও কিন্তু ফ্যাশন নিয়ে যথেষ্ট সচেতন। সারা বছর জিন্‌সের উপর ভরসা রাখলেও গরমে কিন্তু ছেলেরাও ফ্যাশনে একটু আরামের খোঁজ করছে। গাবদা জিন্‌স ছেড়ে নানা রকম ‘সাহসী’ ট্রাউজ়ার্সের দিকে ঝুঁকছেন বলিপাড়ার নায়করা। এ বছর গরমের দিনের সাজেও খানিক চমক আনতে আপনিও কিন্তু বেছে নিতেই পারেন রকমারি কায়দার সব ট্রাউজ়ার্স।

০২ ১৪
সাজগোজ নিয়ে খুব বেশি পরীক্ষানিরীক্ষা  করেন না অভিনেতা অক্ষয় কুমার। কিন্তু পোশাক বাছাইয়ের ক্ষেত্রে বেশ খুঁতখুঁতে তিনি। তাঁর পোশাক হতে হবে আরামদায়ক। এক বার অক্ষয় কালো-ধূসর চেক পালাজ়োয় পাপারাৎজ়ির ক্যামেরাবন্দি হয়েছিলেন। গরমের দিনের জন্য এই ধরনের পালাজ়ো কিংবা ঢোলা ট্রাউজ়ার্স ভাল বিকল্প হতেই পারে আঁটসাঁট জিন্‌সের।

সাজগোজ নিয়ে খুব বেশি পরীক্ষানিরীক্ষা করেন না অভিনেতা অক্ষয় কুমার। কিন্তু পোশাক বাছাইয়ের ক্ষেত্রে বেশ খুঁতখুঁতে তিনি। তাঁর পোশাক হতে হবে আরামদায়ক। এক বার অক্ষয় কালো-ধূসর চেক পালাজ়োয় পাপারাৎজ়ির ক্যামেরাবন্দি হয়েছিলেন। গরমের দিনের জন্য এই ধরনের পালাজ়ো কিংবা ঢোলা ট্রাউজ়ার্স ভাল বিকল্প হতেই পারে আঁটসাঁট জিন্‌সের।

০৩ ১৪
গতে বাঁধা স্টাইল স্টেটমেন্ট যে রণবীর সিংহ অনুসরণ করেন না,  তা এর মধ্যেই পোশাকশিল্পী থেকে তাঁর অনুরাগীরা বেশ ভাল ভাবেই বুঝে গিয়েছেন। কখনও স্কার্ট, কখনও বা ঘাগরা পরেন তিনি— পোশাকের পছন্দ যে লিঙ্গ বিশেষে আলাদা, তা মানতেই নারাজ রণবীর সিংহ। ইনস্টাগ্রামের এক ফোটোশুটে রণবীরের পরনে ছিল নানা রঙা সুতির স্ট্রেট ট্রাউজ়ার্স। সঙ্গে আবার ফ্লোরাল প্রিন্টের শার্ট। ভিড়ের মাঝেও সকলের নজর কাড়তে রণবীবের এই সাজের তুলনা নেই।

গতে বাঁধা স্টাইল স্টেটমেন্ট যে রণবীর সিংহ অনুসরণ করেন না, তা এর মধ্যেই পোশাকশিল্পী থেকে তাঁর অনুরাগীরা বেশ ভাল ভাবেই বুঝে গিয়েছেন। কখনও স্কার্ট, কখনও বা ঘাগরা পরেন তিনি— পোশাকের পছন্দ যে লিঙ্গ বিশেষে আলাদা, তা মানতেই নারাজ রণবীর সিংহ। ইনস্টাগ্রামের এক ফোটোশুটে রণবীরের পরনে ছিল নানা রঙা সুতির স্ট্রেট ট্রাউজ়ার্স। সঙ্গে আবার ফ্লোরাল প্রিন্টের শার্ট। ভিড়ের মাঝেও সকলের নজর কাড়তে রণবীবের এই সাজের তুলনা নেই।

Advertisement
০৪ ১৪
ইদানীং বিভিন্ন ধরনের ট্রাউজ়ার্স পরতে দেখা যাচ্ছে অভিনেতা আমির খানকেও। গরমের দিনে সাদামাঠা টিশার্টের সঙ্গে আমির পরছেন রংবেরঙের বোহো ট্রাউজ়ার্স। কখনও একরঙা, কখনও আবার স্ট্রাইপ প্যাটার্ন করা সুতির বোহো ট্রাউজ়ার্সে ক্যামেরাবন্দি হয়েছেন আমির। মেয়ের বিয়ের সময় নানা অনুষ্ঠানেও এমনই সাজে ধরা দিয়েছিলেন আমির খান।

ইদানীং বিভিন্ন ধরনের ট্রাউজ়ার্স পরতে দেখা যাচ্ছে অভিনেতা আমির খানকেও। গরমের দিনে সাদামাঠা টিশার্টের সঙ্গে আমির পরছেন রংবেরঙের বোহো ট্রাউজ়ার্স। কখনও একরঙা, কখনও আবার স্ট্রাইপ প্যাটার্ন করা সুতির বোহো ট্রাউজ়ার্সে ক্যামেরাবন্দি হয়েছেন আমির। মেয়ের বিয়ের সময় নানা অনুষ্ঠানেও এমনই সাজে ধরা দিয়েছিলেন আমির খান।

০৫ ১৪
সম্প্রতি এক ছবির প্রিমিয়ারে সলমন খানের ট্রাউজ়ার্স নিয়ে বেশ চর্চা হয়েছিল তাঁর অনুরাগীদের মধ্যে। সলমন মনে করেন, তিনি যা-ই পরবেন তা-ই হবে ‘ফ্যাশন স্টেটমেন্ট’। সে দিন সলমনের পরনে ছিল কার্টুন চরিত্র গোকু আর নেজ়ুকু কম্যান্ডোর প্রিন্ট করা ট্রাউজ়ার্স। সলমনের সাজের সামনে যেন ফিকে হয়ে পড়েছিল অল্পবয়সি নায়ক-নায়িকাদের সাজ। পর্দার ‘ভাইজানের’  জাদু তো এমনই। সলমনের অভিনয় হোক বা সাজপোশাক, মুগ্ধ করে আট থেকে আশিকে।

সম্প্রতি এক ছবির প্রিমিয়ারে সলমন খানের ট্রাউজ়ার্স নিয়ে বেশ চর্চা হয়েছিল তাঁর অনুরাগীদের মধ্যে। সলমন মনে করেন, তিনি যা-ই পরবেন তা-ই হবে ‘ফ্যাশন স্টেটমেন্ট’। সে দিন সলমনের পরনে ছিল কার্টুন চরিত্র গোকু আর নেজ়ুকু কম্যান্ডোর প্রিন্ট করা ট্রাউজ়ার্স। সলমনের সাজের সামনে যেন ফিকে হয়ে পড়েছিল অল্পবয়সি নায়ক-নায়িকাদের সাজ। পর্দার ‘ভাইজানের’ জাদু তো এমনই। সলমনের অভিনয় হোক বা সাজপোশাক, মুগ্ধ করে আট থেকে আশিকে।

Advertisement
০৬ ১৪
‘অ্যানিমাল’ ছবির পর আবারও লাইমলাইটে এসেছেন অভিনেতা ববি দেওল। বয়স ৫৫ ছাড়ালেও অভিনেতাকে দেখে তা টের পাওয়ার জো নেই। কেবল তাঁর ‘জামালকুদু’  গানেই নয়, তাঁর ফ্যাশনেও মজেছেন তরুণরা। একটি ছবির প্রচারে ববি ব্লেজ়ারের সঙ্গে একটি পালাজো স্টাইল ট্রাউজ়ার্স পরেছিলেন। এই সাজ কিন্তু ছিল বেশ নজরকাড়া। লুকটি ফর্ম্যাল হলেও তাতে ছিল আধুনিকতার ছোঁয়া।

‘অ্যানিমাল’ ছবির পর আবারও লাইমলাইটে এসেছেন অভিনেতা ববি দেওল। বয়স ৫৫ ছাড়ালেও অভিনেতাকে দেখে তা টের পাওয়ার জো নেই। কেবল তাঁর ‘জামালকুদু’ গানেই নয়, তাঁর ফ্যাশনেও মজেছেন তরুণরা। একটি ছবির প্রচারে ববি ব্লেজ়ারের সঙ্গে একটি পালাজো স্টাইল ট্রাউজ়ার্স পরেছিলেন। এই সাজ কিন্তু ছিল বেশ নজরকাড়া। লুকটি ফর্ম্যাল হলেও তাতে ছিল আধুনিকতার ছোঁয়া।

০৭ ১৪
ফ্যাশনের দুনিয়ায় বেশ নামডাক রয়েছে ইরফান খানের পুত্র বাবিল খানের। ইরফানের মতো বাবিলও বেশ ফ্যাশনিস্তা। তাঁর মা-ই ঠিক করে দেন কোন বিশেষ অনুষ্ঠানে বাবিল কী পরবেন। একটি ফোটোশুটে গোলাপি শার্টের সঙ্গে সাদা ট্রাউজ়ার্স পরেছিলেন তিনি। তবে যে সে ট্রাউজ়ার্স নয়, সেটি দেখে মনে হচ্ছিল ঠিক যেন সাদা ক্যানভাসে ‘সিনারি’ আঁকা। বেশ নজরকাড়া ছিল বাবিলের সেই ট্রাউজ়ার্সটি।

ফ্যাশনের দুনিয়ায় বেশ নামডাক রয়েছে ইরফান খানের পুত্র বাবিল খানের। ইরফানের মতো বাবিলও বেশ ফ্যাশনিস্তা। তাঁর মা-ই ঠিক করে দেন কোন বিশেষ অনুষ্ঠানে বাবিল কী পরবেন। একটি ফোটোশুটে গোলাপি শার্টের সঙ্গে সাদা ট্রাউজ়ার্স পরেছিলেন তিনি। তবে যে সে ট্রাউজ়ার্স নয়, সেটি দেখে মনে হচ্ছিল ঠিক যেন সাদা ক্যানভাসে ‘সিনারি’ আঁকা। বেশ নজরকাড়া ছিল বাবিলের সেই ট্রাউজ়ার্সটি।

Advertisement
০৮ ১৪
ফ্যাশনের দিক থেকে বলিপাড়ার রণবীর সিংহকেও টেক্কা দিচ্ছেন বাবিল। মাঝেমধ্যেই তাঁর সাজপোশাক নজর কাড়ছে পাপারাৎজ়ির। একটি পুরস্কার বিতরণী অনুষ্ঠানে কালো শার্টের সঙ্গে হারেম ট্রাউজ়ার্স পরেছিলেন তিনি। ভিড়ের মাঝেও আদিলের সেই সাজ কিন্তু ছিল বেশ নজরকাড়া। যে কোনও পোশাকই সুন্দর ভাবে পরেন তিনি,  তার হাবেভাবেই বোঝা যায়, সব পোশাকেই তিনি স্বচ্ছন্দ।

ফ্যাশনের দিক থেকে বলিপাড়ার রণবীর সিংহকেও টেক্কা দিচ্ছেন বাবিল। মাঝেমধ্যেই তাঁর সাজপোশাক নজর কাড়ছে পাপারাৎজ়ির। একটি পুরস্কার বিতরণী অনুষ্ঠানে কালো শার্টের সঙ্গে হারেম ট্রাউজ়ার্স পরেছিলেন তিনি। ভিড়ের মাঝেও আদিলের সেই সাজ কিন্তু ছিল বেশ নজরকাড়া। যে কোনও পোশাকই সুন্দর ভাবে পরেন তিনি, তার হাবেভাবেই বোঝা যায়, সব পোশাকেই তিনি স্বচ্ছন্দ।

০৯ ১৪
কেবল নাচই নয়,  টাইগার শ্রফের সাজেও মুগ্ধ হন বহু নারী। ইনস্টাগ্রামের ফোটোশুটে টাইগারের পরনে ছিল সুতির ‘ডব্‌ল লেয়ার’  শার্ট। সঙ্গে সুতির ঢিলেঢালা ট্রাউজ়ার্স। গরমের দিনে এমন পোশাকের সঙ্গে রোদচশমা আর গলায় একটা চেন,  ব্যস আর কী চাই! মহিলাদের নজরে আসতে এই সাজের তুলনা নেই।

কেবল নাচই নয়, টাইগার শ্রফের সাজেও মুগ্ধ হন বহু নারী। ইনস্টাগ্রামের ফোটোশুটে টাইগারের পরনে ছিল সুতির ‘ডব্‌ল লেয়ার’ শার্ট। সঙ্গে সুতির ঢিলেঢালা ট্রাউজ়ার্স। গরমের দিনে এমন পোশাকের সঙ্গে রোদচশমা আর গলায় একটা চেন, ব্যস আর কী চাই! মহিলাদের নজরে আসতে এই সাজের তুলনা নেই।

১০ ১৪
দু’রঙা কাপড় দিয়ে তৈরি একটি ট্রাউজ়ার্স। এই ধরনের অধোবাস কিন্তু ইদানীং বেশ ‘ট্রেন্ডিং’। সম্প্রতি টাইগার শ্রফকেও দেখা গিয়েছে এমন ট্রাউজ়ার্স পরতে। একটু ছকভাঙা সাজতে পছন্দ করেন অভিনেতা। তাই এই ফ্যাশনে গা ভাসিয়েছেন তিনিও।

দু’রঙা কাপড় দিয়ে তৈরি একটি ট্রাউজ়ার্স। এই ধরনের অধোবাস কিন্তু ইদানীং বেশ ‘ট্রেন্ডিং’। সম্প্রতি টাইগার শ্রফকেও দেখা গিয়েছে এমন ট্রাউজ়ার্স পরতে। একটু ছকভাঙা সাজতে পছন্দ করেন অভিনেতা। তাই এই ফ্যাশনে গা ভাসিয়েছেন তিনিও।

১১ ১৪
আঁটসাঁট জিন্‌সের ট্রাউজ়ার্স নয়, অভিনেতা আয়ুষ্মান খুরানা কিন্তু গরমের দিনের জন্য বেছে নিয়েছেন ঢিলেঢালা জিন্‌সের ট্রাউজ়ার্স। তবে খুব বেশি মোটা কাপড়ের নয়, গরমেও যাতে আরাম হয়, সেই জন্য পাতলা কাপড় বাছাই করেছেন অভিনেতা। নীল জিন্‌সে ‘সামার টাচ্’ আনতে রঙিন ছোঁয়াও ছিল আয়ুষ্মানের সেই ট্রাউজ়ার্সে। সাদামাঠা হলেও অভিনেতার সাজে মুগ্ধ রমণীরা।

আঁটসাঁট জিন্‌সের ট্রাউজ়ার্স নয়, অভিনেতা আয়ুষ্মান খুরানা কিন্তু গরমের দিনের জন্য বেছে নিয়েছেন ঢিলেঢালা জিন্‌সের ট্রাউজ়ার্স। তবে খুব বেশি মোটা কাপড়ের নয়, গরমেও যাতে আরাম হয়, সেই জন্য পাতলা কাপড় বাছাই করেছেন অভিনেতা। নীল জিন্‌সে ‘সামার টাচ্’ আনতে রঙিন ছোঁয়াও ছিল আয়ুষ্মানের সেই ট্রাউজ়ার্সে। সাদামাঠা হলেও অভিনেতার সাজে মুগ্ধ রমণীরা।

১২ ১৪
অভিনয়ের পাশাপাশি বিজয় বর্মার সাজগোজও বেশ পছন্দ করেন তাঁর অনুরাগীরা। বরাবরই একটু আলাদা সাজতে পছন্দ করেন তিনি। ছেলেদের বাঁধাধরা ফ্যাশনে গা ভাসাতে নারাজ তিনি। সাদা স্ট্রাইপ ট্রাউজ়ার্সের সঙ্গে একেবারে ভিন্ন কায়দার ওভার কোট পরেছেন তিনি। সেই সাজই মন জয় করেছে তাঁর অনুরাগীদের।

অভিনয়ের পাশাপাশি বিজয় বর্মার সাজগোজও বেশ পছন্দ করেন তাঁর অনুরাগীরা। বরাবরই একটু আলাদা সাজতে পছন্দ করেন তিনি। ছেলেদের বাঁধাধরা ফ্যাশনে গা ভাসাতে নারাজ তিনি। সাদা স্ট্রাইপ ট্রাউজ়ার্সের সঙ্গে একেবারে ভিন্ন কায়দার ওভার কোট পরেছেন তিনি। সেই সাজই মন জয় করেছে তাঁর অনুরাগীদের।

১৩ ১৪
গরমের দিনে জিন্‌স নয়, একেবারে সুতির ট্রাউজ়ার্সের সঙ্গেই ব্লেজ়ার পরেছেন বিজয়। সাজ ছিমছাম হলেও চাঁদিফাটা গ্রীষ্মের জন্য একেবারে আদর্শ। একরঙা ব্লেজ়ার ও ট্রাউজ়ার্স নয়, সাদা ট্রাউজ়ার্সের সঙ্গে নীল ব্লেজারে কিন্তু বেশ মানিয়েছে বিজয়কে।

গরমের দিনে জিন্‌স নয়, একেবারে সুতির ট্রাউজ়ার্সের সঙ্গেই ব্লেজ়ার পরেছেন বিজয়। সাজ ছিমছাম হলেও চাঁদিফাটা গ্রীষ্মের জন্য একেবারে আদর্শ। একরঙা ব্লেজ়ার ও ট্রাউজ়ার্স নয়, সাদা ট্রাউজ়ার্সের সঙ্গে নীল ব্লেজারে কিন্তু বেশ মানিয়েছে বিজয়কে।

১৪ ১৪
বয়সকে পাত্তা দিতে নারাজ অমিতাভ বচ্চন। এখনও কমবয়সি নায়ক-নায়িকাদের মতোই ঘণ্টার পর ঘণ্টা টানা শুটিং করেন তিনি। ফ্যাশনে তিনি এখনও কয়েক গোল দেবেন তরুণ অভিনেতা-অভিনেত্রীদের। একটি রিয়্যালিটি শোয়ের স্টেজে অমিতাভের পরনে দেখা দিয়েছে ‘হিপ্পি হারেম’। সাদা আঁকিবুকি কাটা কালো হারেমের সঙ্গে একটা হুডি আর গলায় স্কার্ফ। বয়স যতই হোক, সাজেগোজে এখনও নবীন অমিতাভ।

বয়সকে পাত্তা দিতে নারাজ অমিতাভ বচ্চন। এখনও কমবয়সি নায়ক-নায়িকাদের মতোই ঘণ্টার পর ঘণ্টা টানা শুটিং করেন তিনি। ফ্যাশনে তিনি এখনও কয়েক গোল দেবেন তরুণ অভিনেতা-অভিনেত্রীদের। একটি রিয়্যালিটি শোয়ের স্টেজে অমিতাভের পরনে দেখা দিয়েছে ‘হিপ্পি হারেম’। সাদা আঁকিবুকি কাটা কালো হারেমের সঙ্গে একটা হুডি আর গলায় স্কার্ফ। বয়স যতই হোক, সাজেগোজে এখনও নবীন অমিতাভ।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
আরও গ্যালারি