Father's Day

Father's Day 2022: ১৬০ নারীকে অন্তঃসত্ত্বা করেছেন একাই, তবু পিতৃদিবসে নিঃসঙ্গ প্রৌঢ়

দেড় শতাধিক মহিলাকে মাতৃত্বের স্বাদ দিয়েছেন তিনি। অথচ পিতৃদিবসে জো-এর সঙ্গে দেখা করার নেই কেউই।

Advertisement
সংবাদ সংস্থা
লন্ডন শেষ আপডেট: ১৯ জুন ২০২২ ১৫:২৪
পিতৃদিবসে একা কেন ১৬০ সন্তানের জনক?

পিতৃদিবসে একা কেন ১৬০ সন্তানের জনক? ছবি: সংগৃহীত

যে নারীরা চেয়েও মা হতে পারছেন না, তাঁদের মাতৃত্বের স্বাদ দেন ইংল্যান্ডের বাসিন্দা জো। দেড় শতাধিক মহিলাকে মাতৃত্বের স্বাদ দিয়েছেন তিনি। ১৬০ সন্তানের পিতা, অথচ পিতৃদিবসে ৫১ বছর বয়সি জো-এর সঙ্গে দেখা করার মতো নেই কেউই।

Advertisement

আইভিএফ, শুক্রাণু দান থেকে পুরোদস্তুর শারীরিক মিলন, একাধিক পদ্ধতিতে নারীদের মাতৃত্বের আকাঙ্ক্ষা পূরণ করেন জো। নেটমাধ্যমে করতে হয় যোগাযোগ। এখনও পর্যন্ত অন্তত ২০০ জন মহিলা মা হওয়ার জন্য তাঁর সাহায্য চেয়েছেন বলে দাবি জো-এর। নিজে ইংল্যান্ডের বাসিন্দা হলেও আমেরিকা, আর্জেন্টিনা, ইটালি, সিঙ্গাপুর, ফিলিপিন্সের মতো দেশে গিয়েও সন্তানের জন্ম দিয়েছেন তিনি।

এই সেই জো

এই সেই জো

সারা পৃথিবীতে ১৬০ সন্তান থাকলেও, পিতৃদিবসে কার্যত একাই সময় কাটাতে হচ্ছে তাঁকে। স্থানীয় একটি সংবাদ সংস্থাকে জো জানিয়েছেন, অধিকাংশ ক্ষেত্রেই সন্তানের থেকে গোপন রাখা হয় তাঁর পরিচয়। তাই সন্তানদের সঙ্গে আলাপ করার কোনও সুযোগ তাঁর নেই বললেই চলে। সন্তানদের কেউ কেউ ফোন করলেও দেখা করে না। জো-এর আশা অন্তত ১০ থেকে ১২ জন পিতৃদিবসে ফোন করলেও করতে পারে। তবে দেখা করার মতো কেউ নেই, এ কথাও জানান তিনি।

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তেফলো করুন আমাদের Google News, Twitter এবং Instagram পেজ

আরও পড়ুন
Advertisement