দীপাবলির উপহারে থাকুক স্নেহের পরশ। ছবি: সংগৃহীত।
দীপাবলিতে একে অপরকে উপহার দেওয়ার রীতি মূলত অবাঙালিদের মধ্যে থাকলেও এখন অবশ্য বাঙালিরাও এই হাওয়ায় গা ভাসিয়েছে। অবাঙালি কোনও বন্ধুকে হোক কিংবা পরিবারের প্রিয় সদস্যকে, দীপাবলি উপলক্ষে কী দেওয়া যায়, ভাবছেন? দীপাবলি মানেই লাড্ডু কিংবা কাজুবরফির বাক্স নিয়ে যাওয়ার প্রয়োজন নেই। একঘেয়ে উপহার না দিয়ে এমন উপহার দিন, যা পেলে আপনার প্রিয়জনেরা খুশি হবেন, তাদের কাজেও আসবে। রইল এমন কিছু উপহারের হদিস।
বাজেট যদি একটু বেশি হয়, তা হলে উপহার হিসাবে গ্যাজেট দিতে পারেন। প্রিয়জন কি সদ্য শরীরচর্চায় মন দিয়েছেন? তা হলে কোনও ভাল সংস্থার ফিটনেস ট্র্যাকার দিতে পারেন। তা হলে তাঁর স্বাস্থ্য সম্পর্কে যাবতীয় তথ্য দেখতে সুবিধা হবে। অ্যামাজ়নে দীপাবলি উপলক্ষে বিশেষ ছাড় চলছে। বড় ছাড় পেতে হলে অ্যামাজ়ন থেকেই ফিটনেস ট্র্যাকারটি কিনে ফেলতে পারেন।
প্রিয়জনকে ঘর সাজানোর উপহার দিতে চান, তা হলে আপনার গন্তব্য হতে পারে ‘দ্য গ্যালারি স্টোর’। বাইপাসের ধারে কলকাতা সেন্টার ফর ক্রিয়েটিভিটির দোতলায় গেলেই পেয়ে যাবেন দীপাবলিতে উপহার দেওয়ার জন্য পছন্দের হরেক রকম সামগ্রী। সুগন্ধি মোমবাতি, কাপ, ডিজ়াইনার লণ্ঠনের মতো অন্দরসজ্জার নানা রকম জিনিস কিনতে পারেন এই দোকান থেকে। ১০০০ টাকা খরচ করলেই পেয়ে যাবেন উপহারের সম্ভার।
আপনার প্রিয়জন কি বেড়াতে যেতে ভালবাসেন? সে ক্ষেত্রে একটি মজবুত ব্যাকপ্যাক উপহার দিতে পারেন। জলে ভিজলে ক্ষতি হবে না, যাবতীয় প্রয়োজনীয় জিনিস রাখার আলাদা জায়গা রয়েছে— এমন কোনও ব্যাকপ্যাক পেলে তিনি খুশিই হবেন। ফ্লিপকার্টেও দীপাবলি উপলক্ষে সেল চলছে। কম দামেই ভাল ব্যাকপ্যাক কিনে ফেলতে পারেন।
গিফ্ট কার্ডও বেছে নিতে পারেন উপহার হিসাবে। প্যান্টালুনস হোক কিংবা মিন্ত্রা, শপার্স স্টপ হোক কিংবা মিনিসো— প্রিয়জনের পছন্দের কথা মাথায় রেখে তাঁকে গিফ্ট কার্ড উপহার হিসাবে দিতে পারেন।
প্রিয়জনের চকোলেট পছন্দ? তা হলে হাতে তৈরি চকোলেট উপহার হিসাবে দিতে পারেন। বাড়িতে চকোলেট বানাতে না পারলে ফেসবুকের বিভিন্ন গ্রুপের সেলারদের থেকে কিনে ফেলতে পারেন চকোলেট। রসমালাই চকোলেট, ব্লুবেরি চকলেট, ওরিও চকোলেট, লিকার চকলেট— মনের মতো চকোলেট বেছে নিতে পারেন সে ক্ষেত্রে।