Marina Beach

মেরিনা বিচের ধার ঘেঁষে প্রতিবন্ধী এবং প্রবীণদের জন্য তৈরি হল বিশেষ র‌্যাম্প

সমুদ্রের জলে পা ছোঁয়াতে চাইলে বালির উপর দিয়ে হেঁটে যেতে হয় অনেকটা। কম বয়সিদের জন্য তা অসুবিধের না হলেও বয়স্ক বা বিশেষ ভাবে সক্ষম মানুষের জন্য খুবই অসুবিধাজনক।

Advertisement
সংবাদ সংস্থা
চেন্নাই শেষ আপডেট: ২৬ নভেম্বর ২০২২ ১৮:২৬
বিশেষ ভাবে সক্ষম এবং বয়স্কদের জন্য তৈরি এই র‌‌্যাম্প।

বিশেষ ভাবে সক্ষম এবং বয়স্কদের জন্য তৈরি এই র‌‌্যাম্প। ছবি- সংগৃহীত

বিশেষ ভাবে সক্ষম মানুষদের কথা ভেবে চেন্নাইয়ের মেরিনা বিচ থেকে সমুদ্র তীর পর্যন্ত একটি স্থায়ী র‌্যাম্পের উদ্বোধন হতে চলেছে রবিবার।

Advertisement

সরকারি সূত্রের খবর, ১ কোটি ১৪ লক্ষ টাকা ব্যয়ে র‌্যাম্পটি তৈরির কাজ শুরু হয়েছিল এ বছরই জুন মাসে। সূত্রের খবর, বিভিন্ন গাছের কাঠ দিয়ে বানানো বিশেষ এই যাত্রাপথটি ২৬৩ মিটার লম্বা এবং ৩ মিটার চওড়া। যাতায়াতের সুবিধার্থে পথের দু’পাশে থাকবে রেলিং। প্রত্যেক ১০ মিটার অন্তর র‌্যাম্প থেকে নেমে যাওয়ার জন্য কিছুটা অংশ ছাড়া থাকবে।

২০১৬ সাল থেকেই চেন্নাইয়ের মেরিনা বিচের ধারে, গান্ধী মূর্তির কাছে অস্থায়ী ভাবে একটি র‌্যাম্পের ব্যবস্থা করা হয়েছিল। তবে ওই অঞ্চলে মেট্রো রেলের কাজের জন্য তা সরিয়ে দেওয়া হয়েছিল।

আরও পড়ুন
Advertisement