COVID-19

Covid Vaccine: দ্বিতীয় টিকা নেওয়ার আগে কয়েকটি বিষয়ে সতর্ক থাকুন

অনেকেরই কোভিডের দ্বিতীয় টিকা নেওয়ার সময় হয়ে এল। কী ধরনের প্রতিক্রিয়া হতে পারে, জেনে রাখা ভাল।

Advertisement
নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ১৯ জুন ২০২১ ১১:১৮
প্রতীকী ছবি।

প্রতীকী ছবি। ছবি: সংগৃহিত

করোনার সঙ্গে লড়াই করার ক্ষমতা ঠিক মতো তৈরি করতে দ্বিতীয় টিকাটি নেওয়া অত্যন্ত জরুরি। টিকাকরণ সম্পূর্ণ হলে তবেই প্রতিষেধকের কার্যকারিতা বাড়বে। তবে দ্বিতীয় টিকা নেওয়া নিয়ে নানা রকম বিভ্রান্তি রয়েছে মানুষের মনে। তাই টিকাকরণের আগে জেনে নিন কিছু বিষয়।

টিকাকরণের পরই কি প্রতিরোধ ক্ষমতা তৈরি হবে?

Advertisement

না। টিকা নেওয়ার সঙ্গে সঙ্গে আপনার শরীরের রোগ প্রতিরোধক ক্ষমতা পুরোপুরি তৈরি হয়ে যাবে না। অন্তত ২ সপ্তাহ সময় লাগবে। তবেই নিজেকে সুরক্ষিত মনে করতে পারেন।

দু’সপ্তাহ পর থেকে কি কোভি়ড-বিধি মানতে হবে না?

তা কখনই নয়। টিকাকরণের পরও কোভিড আক্রান্ত হয়ে পড়েছেন, এমন বেশ কিছু উদাহরণ পাওয়া গিয়েছে দেশে। তাই মাস্ক পরা, সামাজিক দূরত্ব বজায় রাখা এবং কোভিড-বিধি মেনে চলা আবশ্যিক।

দ্বিতীয় টিকার পর কি প্রথমবারের তুলনায় পার্শ্বপ্রতিক্রিয়া আরও গুরুতর হবে?

অনেকে জানিয়েছেন, দ্বিতীয় টিকা নেওয়ার পর বেশি জ্বর এসেছে, কিংবা আরও বেশি দিন ধরে ক্লান্তি কাটেনি। তাই এই পার্শ্বপ্রতিক্রিয়ার রেশ একটু বেশি আশা করতে পারেন। আবার পাশাপাশি এ-ও মনে রাখা প্রয়োজন, সকলের শরীর এক নয়। টিকাকরণের পার্শ্বপ্রতিক্রিয়া কতটা জোরাল হবে, তা নির্ভর করবে একেকজনের শরীরের উপর।

দ্বিতীয় টিকা নিতে একটু দেরি হয়ে গেলে কার্যকারিতা কি কমে যাবে?

দেশে নানা জায়গায় টিকার সঙ্কটের কারণের অনেকেরই হয়তো দ্বিতীয় টিকাটি পেতে কিঞ্চিৎ দেরি হয়েছে। কোভিশিল্ডের ক্ষেত্রে বিশেষজ্ঞেরা জানিয়েছেন, দু’টি টিকার মধ্যে বেশি দিন বিরতি থাকলে সেটা উপকারি হতে পারে। তবে কোভ্যাক্সিনের ক্ষেত্রে দেরি হওয়াটা বাঞ্ছনীয় নয়। তবে মনে রাখবেন, কিছুটা দেরি হয়ে যাওয়া মানেই যে টিকার কার্যকারিতা নষ্ট হয়ে যাবে বা আপনার প্রতিরোধশক্তি কাজ করবে না, এমন নয়। তাই অবিলম্বে দ্বিতীয় টিকা নিয়ে নিন।

প্রথম টিকার পর কোভিড হলে কি দ্বিতীয় টিকার পার্শ্বপ্রতিক্রিয়া আরও বেশি হতে পারে?

অনেক কোভিড-জয়ীরা অভিযোগ জানিয়েছেন, টিকা নেওয়ার পর তাঁদের পার্শ্বপ্রতিক্রিয়া আরও গুরুতর হয়েছে। তবে এই ধরনের ঘটনার কোনও বৈজ্ঞানিক প্রমাণ নেই।

টিকা নেওয়ার আগে পরে কী করণীয়?

ভাল করে ঘুম, স্বাস্থ্যকর খাওয়া দাওয়া এবং বিশ্রাম নেওয়া অত্যন্ত জরুরি। টিকা নেওয়া আগে ও পরে কিছুদিন ধূমপান বা মদ্যপান এড়িয়ে চলাই ভাল। হালকা ব্যায়াম করতে পারেন। এতে টিকা নেওয়ার পর প্রতিরোধশক্তি তৈরি হতে সুবিধা হবে।

Advertisement
আরও পড়ুন