প্রতীকী ছবি। ছবি: সংগৃহিত
টিকা নেওয়ার পরে কারও কারও জ্বর, গা ব্যথা হচ্ছে। কারও আবার দুর্বলতা কাটতে সময় লাগছে। যদিও কিছু ক্ষেত্রে অচেনা উপসর্গও দেখা যাচ্ছে। তার মধ্যে কারও কারও উচ্চ রক্তচাপের সমস্যা দেখা দিচ্ছে। তার জেরে হচ্ছে হাইপারটেশনও । এ দেশেও বেশ কিছু মানুষের এমন অভিজ্ঞতা হয়েছে বলে জানাচ্ছেন চিকিৎসকেরা।
তবে এই সমস্যাকে কোনও দেশেই প্রতিষেধকের পার্শ্বপ্রতিক্রিয়া হিসাবে উল্লেখ করেনি কোনও সংস্থা। তাই একে সরাসরি টিকার পার্শ্বপ্রতিক্রিয়া বলছেন না চিকিৎসকেরা। কিন্তু এমন অসুস্থতা দেখা দিলে কিছু ব্যবস্থা নেওয়া যেতে পারে। যেমন, এই অসুবিধা হলে বারবার রক্তচাপ মাপা দরকার। যদি প্রতিবারই বেশি আসতে থাকে সেই মাত্রা, তবে চিকিৎসকের সঙ্গে পরামর্শ করতে হবে।