coronavirus

Coronavirus: করোনায় কেড়েছে ঘ্রাণশক্তি? ফেরাবেন কী ভাবে

কোনও জিনিসের গন্ধ না পাওয়া খুব অস্বস্তিকর। বিশেষ করে এই সমস্যা যদি অনেক দিন ধরে চলে। ফলে তা ফেরানোর চেষ্টা চালিয়ে যেতে হবে।

Advertisement
নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ০৬ জুন ২০২১ ২০:২৪
হাতের কাছে যা পাওয়া যায়, তারই গন্ধ নিয়ে দেখা যায়।

হাতের কাছে যা পাওয়া যায়, তারই গন্ধ নিয়ে দেখা যায়। ফাইল চিত্র

করোনায় সংক্রমিত হলে অনেকের ঘ্রাণশক্তি চলে যাচ্ছে সবের আগে। কারও কারও ক্ষেত্রে সেটি একমাত্র উপসর্গ হিসেবেও দেখা দিচ্ছে। কিন্তু কোনও জিনিসের গন্ধ না পাওয়া খুব অস্বস্তিকর। বিশেষ করে এই সমস্যা যদি অনেক দিন ধরে চলে। ফলে তা ফেরানোর চেষ্টা চালিয়ে যেতে হবে।

কী ভাবে চেষ্টা করা যাবে?

Advertisement

দেশবিদেশে হওয়া বিভিন্ন গবেষণায় প্রকাশ পেয়েছে যে, যাঁদের ঘ্রাণশক্তি চলে গেলে তা ফেরানোর চেষ্টা করে যেতে হবে। সবচেয়ে সাধারণ উপায় হল কড়া গন্ধযুক্ত কিছু জিনিসের ঘ্রাণ নিতে চেষ্টা করা। কারণ, তে না করলে প্রায় ৯৫ শতাংশ করোনা রোগীকে দেখা গিয়েছে মাস ছয়েক পরে স্বাভাবিক ঘ্রাণশক্তি ফেরে।

কোন কোন জিনিস সাহায্য করতে পারে এ সময়ে? হাতের কাছে যা পাওয়া যায়, তারই গন্ধ নিয়ে দেখা যায়। তা চা পাতা, কফি থেকে শুরু করে আতর— সবই হতে পারে। এতে কি সঙ্গে সঙ্গে ফিরে আসবে ঘ্রাণশক্তি? ব্যক্তিবিশেষে সময়ের ফারাক হতে পারে। তবে কিছুটা সাহায্য সকলেই পাবেন বলে জানাচ্ছেন বিশেষজ্ঞেরা।

Advertisement
আরও পড়ুন