CIMA Art Mela 2024

সাধারণের হাতের নাগালেই ধরা দিচ্ছে শিল্পীদের কাজ, সিমা গ্যালারিতে চলছে ‘আর্ট মেলা’

বালিগঞ্জে সিমা আর্ট গ্যালরিতে চলছে এই ‘আর্ট মেলা’। যেখানে নাগালের মধ্যে গুণী শিল্পীদের আঁকা ছবি, ভাস্কর্য সংগ্রহ করতে পারবেন শিল্পপ্রেমীরা। এই মেলা চলবে রবিবার, ২৪ নভেম্বর পর্যন্ত।

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
কলকাতা শেষ আপডেট: ২৩ নভেম্বর ২০২৪ ১৪:১৪
সিমার ‘আর্ট মেলায়’ হাজির হয়েছিলেন বাদ্যযন্ত্রশিল্পী বিক্রম ঘোষ, সঙ্গে ছিলেন তাঁর স্ত্রী অভিনেত্রী জয়া শীল।

সিমার ‘আর্ট মেলায়’ হাজির হয়েছিলেন বাদ্যযন্ত্রশিল্পী বিক্রম ঘোষ, সঙ্গে ছিলেন তাঁর স্ত্রী অভিনেত্রী জয়া শীল। —নিজস্ব চিত্র।

শিল্পবস্তু সংগ্রহ অনেক সময়েই মধ্যবিত্তের সাধ্যের বাইরে। প্রচলিত এই ধারণাকে ভুল প্রমাণ করতেই যেন বুধবার থেকে কলকাতার সিমা আর্ট গ্যালারিতে চলছে ‘আর্ট মেলা’। যেখানে নাগালের মধ্যে গুণী শিল্পীদের আঁকা ছবি, ভাস্কর্য সংগ্রহ করতে পারবেন শিল্পপ্রেমীরা। শিল্পের সঙ্গে সাধারণের জীবনের দূরত্ব ঘোচানোই এই ‘আর্ট মেলার’ মূল উদ্দেশ্য। সাধারণের সাধ্যের মধ্যে শিল্পকাজ নিয়ে এসেছে সিমা আর্ট গ্যালারি। এই ‘আর্ট মেলা’ চলবে রবিবার, ২৪ নভেম্বর পর্যন্ত।

Advertisement

শিল্পে উৎসাহী সাধারণ মানুষ, যাঁরা ছবি, ভাস্কর্য, গ্রাফিক বা অন্য শিল্পকর্ম সংগ্রহ করতে ভালবাসেন, অথচ বড় বড় শিল্পীর কাজ ধরাছোঁয়ার বাইরে হওয়ায় শখকে বিসর্জন দিয়েছেন, তাঁদের কাছে নতুন করে শিল্পকে পৌঁছে দেওয়ার স্বপ্ন দেখেছেন সিমা আর্ট গ্যালারির অধিকর্তা রাখী সরকার। শিল্প সংগ্রাহকদের যে ক্ষেত্র, তাকে আরও বিস্তৃত করার স্বপ্ন চোখে নিয়েই ১৬ বছর আগে ‘আর্ট মেলার’ সূচনা করেছিলেন রাখী।

সাধারণের সাধ্যের মধ্যে শিল্পকাজ নিয়ে এসেছে সিমা আর্ট গ্যালারি।

সাধারণের সাধ্যের মধ্যে শিল্পকাজ নিয়ে এসেছে সিমা আর্ট গ্যালারি। —নিজস্ব চিত্র।

এই মেলায় শিল্পী যোগেন চৌধুরী, গণেশ পাইন, লালুপ্রসাদ সাউ, রামানন্দ বন্দ্যোপাধ্যায়, পরেশ মাইতি, সমীর আইচ, জয়শ্রী বর্মন, অতীন বসাক, শ্যামল রায়, গৌরীশঙ্কর সোনি, সুবীর দে, সুব্রত গঙ্গোপাধ্যায়ের মতো শিল্পীদের নানা ধরনের শিল্পকর্ম চাক্ষুষ করতে পারবেন শিল্পপ্রেমীরা। সিমা পুরস্কারপ্রাপ্ত শিল্পীরা যেমন আছেন তালিকায়, তেমনই জাতীয় ও আন্তর্জাতিক স্তরের পুরস্কার পাওয়া শিল্পীদের কাজও রয়েছে এই মেলায়। শিল্পের সঙ্গে মধ্যবিত্তের দূরত্বের মূল কারণই হল তার মূল্য। অনেকের মধ্যে‌ই ধারণা আছে যে, শিল্প এমনই জিনিস, যার দাম হয় আকাশছোঁয়া। সে ধারণা সম্পূর্ণ ভুলও নয়। প্রতিষ্ঠিত শিল্পীদের কাজ সাধারণত মহার্ঘই হয়ে থাকে। তবে এমনও শিল্পকর্ম রয়েছে, যা ততটাও দুষ্প্রাপ্য নয়। প্রতি বছরের মতো এ বছরও সে সব শিল্পকলা সকলের নাগালে নিয়ে এসেছে এই ‘আর্ট মেলা’।

‘আর্ট মেলায়’ হাজির ছিলেন ‘লেডিজ় স্টাডি গ্রুপ’-এর সদস্যরা।

‘আর্ট মেলায়’ হাজির ছিলেন ‘লেডিজ় স্টাডি গ্রুপ’-এর সদস্যরা। —নিজস্ব চিত্র।

এ বছর সিমার ‘আর্ট মেলায়’ হাজির হয়েছিলেন বাদ্যযন্ত্রশিল্পী বিক্রম ঘোষ, সঙ্গে ছিলেন তাঁর স্ত্রী অভিনেত্রী জয়া শীলও। যাঁদের শিল্পের প্রতি টান রয়েছে, কিন্তু সংগ্রহের তেমন সাধ্য নেই, তাঁরাও শিল্পকর্ম হাতের কাছে পাচ্ছেন, সিমার এই ভাবনাই মুগ্ধ করেছে তারকা যুগলকে। এ ছাড়াও ‘আর্ট মেলায়’ হাজির ছিলেন ‘লেডিজ় স্টাডি গ্রুপ’-এর সদস্যেরাও।

‘আর্ট মেলা’ চলবে রবিবার, ২৪ নভেম্বর পর্যন্ত।

‘আর্ট মেলা’ চলবে রবিবার, ২৪ নভেম্বর পর্যন্ত। —নিজস্ব চিত্র।

আর্ট মেলা ঘুরে দেখতে এসেছিলেন অভিনেত্রী জয়া আহসান। পরিচালক অনিরুদ্ধ রায়চৌধুরীর সঙ্গে বিভিন্ন শিল্পীর ছবি, ভাস্কর্য মন দিয়ে ঘুরে দেখেন তিনি। সাধারণের সাধ্যের মধ্যে এত ছবি, স্কেচ, গ্রাফিকের কাজ দেখে মুগ্ধ জয়া। শিল্পী সাদিকুল ইসলামের আঁকা একটি ছবিও তিনি কিনেছেন। অভিনেত্রীর মতে, সাদিকুলের কাজ তিনি আগেও দেখেছেন, তবে কেনার সুযোগ হয়নি। সিমা থেকে এই ছবিটি কিনে তিনি তাঁর বাড়িতে কোথায় রাখবেন, তা-ও নাকি ঠিক করে ফেলেছেন জয়া।

বালিগঞ্জ এলাকার সিমা আর্ট গ্যালারিতে গেলেই দেখা যাবে মেলা। ১০০০ থেকে ৩০০০০০ টাকার মধ্যে নানা ধরনের শিল্পকর্ম রয়েছে। গ্যালারি খোলা থাকবে বেলা ১১টা থেকে রাত ৮টা পর্যন্ত।

আরও পড়ুন
Advertisement