Viral

প্রেমিকা যেন হাতছাড়া না হয়! প্রেমের টানে প্রতি সপ্তাহে অস্ট্রেলিয়া থেকে চিনে ছুটছেন যুবক

২৮ বছর বয়সি জ়ু গুয়াংলি চিনের বাসিন্দা হলেও আপাতত অস্ট্রেলিয়ার মেলবোর্ন বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছেন। তিন মাস ধরে প্রেমিকার টানে প্রতি সপ্তাহে অস্ট্রেলিয়া থেকে চিনে যাতায়াত করছেন যুবক।

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
কলকাতা শেষ আপডেট: ২০ নভেম্বর ২০২৪ ১৬:৩৫
প্রেমের টানে ভবঘুরে যুবক।

প্রেমের টানে ভবঘুরে যুবক। ছবি: শাটারস্টক।

ভালবাসার জন্য সব কিছুই করা যায়, প্রায় ৭০০০ কিলোমিটার অতিক্রম করে প্রতি সপ্তাহে প্রেমিকার সঙ্গে দেখা করা তো তুচ্ছ ব্যাপার! এমনটাই মনে করেন ২৮ বছর বয়সি চিনের বাসিন্দা জ়ু গুয়াংলি। চিনের বাসিন্দা হলেও আপাতত অস্ট্রেলিয়ার মেলবোর্ন বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছেন জ়ু। তিন মাস ধরে প্রেমিকার টানে প্রতি সপ্তাহে অস্ট্রেলিয়া থেকে চিনে যাতায়াত করছেন যুবক।

Advertisement

জ়ুয়ের প্রেমিকা তাঁর সঙ্গে মেলবোর্ন বিশ্ববিদ্যালয়েই পড়াশোনা করতেন। আপাতত পড়াশোনা শেষ করে তিনি আবার চিনে ফিরে এসেছেন। সেই কারণেই প্রতি সপ্তাহে প্রেমিকার সঙ্গে সময় কাটাতে এত তোড়জোড় জ়ুয়ের। প্রতি সপ্তাহে আসা-যাওয়া করতে জ়ুয়ের সময় লাগে তিন দিন। জ়ুয়ের এই প্রেমালাপ নেটমাধ্যমে বেশ চর্চিত হচ্ছে। জ়ু বলেন, ‘‘এটা আমার শেষ সিমেস্টার চলছে। ডিগ্রি পাওয়ার জন্য এখন আমায় সপ্তাহে একটা করে ক্লাস করতে হয়। আমার প্রেমিকাও বা়ড়ি ফিরে গিয়েছে। মেলবোর্নে একা লাগে ভীষণ।’’

প্রতি বার দুই দেশে আসা-যাওয়া করতে জ়ুয়ের প্রায় ৬৭০০ ইউয়ান (ভারতীয় মুদ্রায় প্রায় ৭৮ হাজার টাকা) খরচ হয়। মাসে এত টাকা খরচ হয়ে যায় বলে মেলবোর্নে জ়ু কোনও হোটেল বা ছাত্রাবাসে নয়, বন্ধুর বাড়িতে কাউচের উপর শুয়েই রাত কাটান। জ়ুয়ের মতে, ‘‘প্রেমিকার ভালবাসা পেতে আর নিজের বাড়িতে ভালমন্দ খাওয়ার জন্য পয়সা খরচ করতেও আমার কোনও দ্বিধা নেই।’’

আরও পড়ুন
Advertisement