Arjun Kapoor

মালাইকার সঙ্গে বিচ্ছেদের পরে অর্জুনকে সাহস জুগিয়েছে কে? হদিস দিলেন সামান্থা

কিছু দিন আগেই অর্জুন প্রকাশ্যে এনেছেন অবসাদের কথা। সদ্য মুক্তি প্রাপ্ত ‘সিংহম আগেন’-এ তাঁর অভিনয় ফের প্রশংসিত হচ্ছে। কিন্তু মাঝের অনেকটা সময়ে কেটেছে অবসাদে।

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ২০ নভেম্বর ২০২৪ ১৯:৫৮
Samantha Ruth Prabhu shared a poem and Arjun Kapoor said it helped him too

সামান্থা প্রকাশ্যে আনলেন, অর্জুন কার থেকে অবসাদে সাহায্য পেয়েছেন। ছবি: সংগৃহীত।

চলতি বছরের শুরুর দিকে মালাইকা অরোরার সঙ্গে সম্পর্কে ইতি টানেন অর্জুন কপূর। টানা পাঁচ বছর একসঙ্গে ছিলেন তাঁরা। বি-টাউনের ‘পাওয়ার কাপল’ তকমাও ছিল তাঁদের কাছে। কিন্তু হঠাৎই ছন্দ পতন। তবে সম্পর্ক ভাঙার কারণ প্রকাশ্যে আনেননি কেউই। ঘনিষ্ঠ সূত্রের খবর অনুযায়ী, সৌজন্য বজায় রাখবেন তাঁরা।

Advertisement

কিছু দিন আগেই অর্জুন বলেছেন তাঁর অবসাদের কথা। সদ্য মুক্তিপ্রাপ্ত ‘সিংহম আগেন’-এ তাঁর অভিনয় ফের প্রশংসিত হচ্ছে। কিন্তু মাঝের অনেকটা সময়ে কেটেছে অবসাদে। গিয়েছেন মনোবিদের কাছেও। তবে শুধুই মনোবিদ নয়। প্রয়োজনের সময়ে অনুপ্রেরণা জুগিয়েছে এক কবিতাও। সেই কবিতার হদিশ দিলেন অভিনেত্রী সামান্থা রুথ প্রভু। তাঁকেও নাকি আলোর পথ দেখিয়েছে এই ইংরেজি কবিতা।

সম্প্রতি রাডিয়ার্ড কিপলিং-এর একটি কবিতা নিজের সমাজমাধ্যমে ভাগ করে নেন অভিনেত্রী। সেই কবিতা আত্মবিশ্বাস বৃদ্ধির কথাও বলে। সামান্থা নিজে সেই পোস্টের ক্যাপশনে লিখেছেন, “এই কবিতা সব সময়ে আমাকে আলোর দিশা দেখিয়ে এসেছে। তাই আজ আপনাদের সকলের সঙ্গে ভাগ করে নিলাম।”

সেই পোস্টের মন্তব্যেই অর্জুন লিখেছেন, তিনিও নিজের ঘরের দেওয়ালে সাঁটিয়ে রেখেছেন এই কবিতা। অভিনেতার কথায়, “যখন অনুপ্রেরণার প্রয়োজন ছিল, তখন এই কবিতাই আমাকে সাহায্য করেছে।”

সামান্থাও নিজের অসুস্থতা নিয়ে প্রকাশ্যে কথা বলেছেন। নাগা চৈতন্যের সঙ্গে বিবাহবিচ্ছেদের পরে নাকি মন ভাঙে তাঁরও। সঙ্গে শারীরিক অসুস্থতা। তবে কর্ণ জোহরের অনুষ্ঠানে এসে অভিনেত্রী স্পষ্ট জানিয়েছিলেন, তাঁর মনের জানলা সম্পূর্ণ ভাবে বন্ধ হয়ে গিয়েছে।

Advertisement
আরও পড়ুন