৩০ হাজারের মধ্যে কোন ফোন সেরা? ছবি: সংগৃহীত।
পুরনো ফোন অনেক দিন হল! ৩০ হাজারের মধ্যে নতুন ফোন কিনবেন ভাবছেন? তবে কী কী ফোন ইদানীং বাজারে বেশ ‘হিট’, সেই বিষয় খোঁজ করছেন? ফোনের বিষয়ে সকলেরই চাহিদা আলাদা। কারও চাই ফোনে ভাল ক্যামেরা থাকবে, কারও আবার ফোনে স্টোরেজ বেশি চাই। আপনার বাজেটে নতুন কী কী ফোন বাজারে এসেছে, রইল তালিকা।
ওয়ানপ্লাস নর্ড ৩: এই ফোন বাজারে নতুন নয়, তবে গ্রাহকদের মধ্যে এই ফোনের যথেষ্ট চাহিদা রয়েছে। এই ফোনে আপনি সব রকম ভাল ফিচার পেয়ে যাবেন।
ডিসপ্লে: ৬.৭৪ ইঞ্চি, ফ্লুয়িড অ্যামলয়েড, ১২০ হার্ৎজ
ক্যামেরা: এই ফোনে রয়েছে ট্রিপল ক্যামেরা, ৫০ মেগাপিক্সেল মেন ক্যামেরা, ৮ মেগাপিক্সেল আলট্রাওয়াইড, ২ মেগাপিক্সেেল ম্যাক্রো। ব্যাটারি: ৮০ ওয়াট চার্জিং-সহ ৫০০০ এমএএইচ
দাম: ২২,৯৯৯ টাকা
পোকো এক্স৬ প্রো: গেম খেলতে ভালবাসেন? মোবাইলে গেম খেলার শখ থাকলে কিন্তু এই ফোনটি ভাল বিকল্প হতে পারে।
ডিসপ্লে: ৬.৭ ইঞ্চি, অ্যামলয়েড, ১২০ হার্ৎজ
ক্যামেরা: এই ফোনে রয়েছে ট্রিপল ক্যামেরা, ৬৪ মেগাপিক্সেল মেন ক্যামেরা, ৮ মেগাপিক্সেল আলট্রাওয়াইড, ২ মেগাপিক্সেল ম্যাক্রো। এর ফ্রন্ট ক্যামেরাটি ১৬ মেগাপিক্সেলের।
ব্যাটারি: ৬৭ ওয়াট চার্জিং-সহ ৫০০০ এমএএইচ
দাম: ২৪,৪৯৯ টাকা
মোটো এজ ৫০ প্রো: ফোনে সারা ক্ষণ নিজস্বী তোলার অভ্যাস? ভাল ক্যামেরাযুক্ত ফোনের খোঁজ করলে এই ফোনটি কিনতেই পারেন। এই ফোনে ম্যাক্রো লেন্সও রয়েছে।
ডিসপ্লে: ৬.৭ ইঞ্চি, পয়লয়েড, ১৪৪ হার্ৎজ
ক্যামেরা: এই ফোনে রয়েছে ট্রিপল ক্যামেরা, ৫০ মেগাপিক্সেল মেন ক্যামেরা, ১৩ মেগাপিক্সেল আলট্রাওয়াইড, ১০ মেগাপিক্সেল টেলিফোটো। এর ফ্রন্ট ক্যামেরাটি ৫০ মেগাপিক্সেলের।
ব্যাটারি: ১২৫ ওয়াট চার্জিং-সহ ৪৫০০ এমএএইচ
দাম: ৩১,৯৯৯ টাকা (অনলাইনে অনেক সময় বিশেষ ছাড় চলে, তখন ৩০,০০০ টাকার মধ্যেই এই ফোন পেয়ে যাবেন।
স্যামসাং গ্যালাক্সি এ৩৫ ৫জি: ৩০,০০০ টাকার মধ্যে ভাল ফোনের খোঁজ করলে এই ফোনটি কিন্তু পছন্দের তালিকায় রাখতে পারেন। ক্যামেরা আর ব্যাটারি দুই-ই বেশ ভাল এই ফোনের।
ডিসপ্লে: ৬.৬ ইঞ্চি, সুপার অ্যামলয়েড, ১২০ হার্ৎজ
ক্যামেরা: ৫০ মেগাপিক্সেল মেন ক্যামেরা, ৮ মেগাপিক্সেল আলট্রাওয়াইড, ৫ মেগাপিক্সেলের ট্রিপল ক্যামেরা রয়েছে এই ফোনে। এর ফ্রন্ট ক্যামেরাটি ১৩ মেগাপিক্সেলের।
ব্যাটারি: ২৫ ওয়াট চার্জিং-সহ ৫০০০ এমএএইচ
দাম: ২৬,৯৯৯ টাকা
রিয়ালমি ১২ প্রো প্লাস: এই ফোনের ডিজ়াইনটি আপনার নজর কাড়বে। আপনার বাজেটে এই ফোনটি একটি ভাল বিকল্প হতে পারে। অল্প আলোয় ছবি তোলার জন্যও এই ফোনটি বেশ ভাল।
ডিসপ্লে: ৬.৭ ইঞ্চি, অ্যামলয়েড, ১২০ হার্ৎজ
ক্যামেরা: ৫০ মেগাপিক্সেল মেন ক্যামেরা, ৬৪ মেগাপিক্সল পেরিস্কোপ টেলিফোটো, ৮ মেগাপিক্সেল আলট্রাওয়াইড ট্রিপল ক্যামেরা রয়েছে এই ফোনে। এর ফ্রন্ট ক্যামেরাটি ৩২ মেগাপিক্সেলের।
ব্যাটারি: ৬৭ ওয়াট চার্জিং-সহ ৫০০০ এমএএইচ
দাম: ৩০,৬৪৯ টাকা