Tea

Skincare: রোজ সকালে চা ছাড়া চলে না? জানেন কি ত্বকের উপরে কেমন প্রভাব পড়ছে

চা হল এমন একটি পানীয় যা শরীরের যত্ন নেয় নানা ভাবে। ভিতর থেকে সুস্থ থাকতে সাহায্য করে যে কোনও চা প্রেমীকেই। আর বাড়ায় ত্বকের জেল্লা।

Advertisement
নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ০৮ জুলাই ২০২১ ১৯:১২
প্রতীকী ছবি।

প্রতীকী ছবি।

ছোটদের চা খেতে দেন না বহু বাবা-মা। চায়ের নেশা হয়ে যেতে পারে। শারীরিক ক্ষতি হতে পারে তার জেরে। এমন কত কথাই না শোনা যায়। সুন্দরী মহিলা চা খাবেন না, তা দেখেও অবাক হন না কেউ। চায়ের প্রভাবে রূপ চলে যাক, এমন সকলে চান না!

কিন্তু এই ‘বড়দের’ পানীয়ের আসলে কত রকম গুণ আছে সে কথা বলে ক’জন!

Advertisement

চা হল এমন একটি পানীয় যা শরীরের যত্ন নেয় নানা ভাবে। ভিতর থেকে সুস্থ থাকতে সাহায্য করে যে কোনও চা প্রেমীকেই। আর বাড়ায় ত্বকের জেল্লা।

অবাক হচ্ছেন শুনে? তবে দেখে নিন, কী ভাবে রোজ সকালের চা আপনার ত্বকের যত্ন নিচ্ছে।

প্রতীকী ছবি।

প্রতীকী ছবি।

১) প্রথমত নিত্য চা পানের অভ্যাস থাকলে বাড়ে প্রতিরোধশক্তি। শরীর ভিতর থেকে তরতাজা থাকলে তা প্রকাশ পায় চেহারায়।

২) মানসিক চাপ কমাতেও সাহায্য করে এই পানীয়। মন চাপমুক্ত থাকলে ত্বকও ঝলমলে দেখায়

৩) রোজ চা খেলে রক্তচলাচল স্বাভাবিক হয়। তাতে ত্বক উজ্জীবিত হয়। চকচক করে

৪) চায়ে থাকে ক্যাফিন। এই উপাদানের কিছু ভাল গুণ রয়েছে। তার মধ্যে একটি হল প্রদাহ কমানোর ক্ষমতা। ত্বকের প্রদাহ কমলে, জেল্লাও বাড়ে

৫) চা হজমশক্তি বাড়ায়। হজম ভাল হলে মুখ-চোখে কালো ছোপ কিংবা ব্রণর সমস্যা কমে। ত্বক দেখায় মসৃণ

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
আরও পড়ুন
Advertisement