Winter Wedding Dress

শীতপোশাকেও ফ্যাশন হয়, বিয়েবাড়িতে শাড়ির সঙ্গে কোন ধরনের কোট, ব্লাউজ় হবে মানানসই?

ঠান্ডা লাগলেও বিয়েবাড়িতে শীত পোশাক পরতে আপত্তি? শাল, জ্যাকেটও শাড়ির সঙ্গে মানানসই হতে পারে। শুধু জানতে হবে কোনটির সঙ্গে কী মানাবে।

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ১৬ ডিসেম্বর ২০২৪ ০৯:৪৬
শাড়ির সঙ্গে কোটের যুগলবন্দিও মানানসই হতে পারে বোঝা যায়  বি-টাউনের দুই অভিনেত্রী শিল্পা শেট্টি এবং কঙ্গনা রানাউতকে দেখে।

শাড়ির সঙ্গে কোটের যুগলবন্দিও মানানসই হতে পারে বোঝা যায় বি-টাউনের দুই অভিনেত্রী শিল্পা শেট্টি এবং কঙ্গনা রানাউতকে দেখে। ছবি: সংগৃহীত।

বিয়েবাড়ি বলে কথা। শখ করে দামি শাড়ি পরেছেন। তাই যতই ঠান্ডা লাগুক, গায়ে গরম জামা দেওয়া যাবে না। অঙ্গে শাল বা সোয়েটার জড়ানো মানে তো সাজটাই মাটি, এমনই মনে করেন অনেকে।

Advertisement

কিন্তু সত্যি তা-ই কি! তা হলে শিল্পা শেট্টি, কঙ্গনা রানাউতের মতো বলিউড অভিনেত্রীরা কী ভাবে শাড়ির সঙ্গে কোট পরছেন? শীতের পোশাক মানেই যে তা শাড়ির সঙ্গে একেবারেই বেমানান, এমন মোটেই নয়। বরং ফ্যাশন এবং আরাম, দুই-ই একসঙ্গে চাইলে শাড়ির সঙ্গে বেছে নিতে হবে মানানসই ব্লাউজ় থেকে কোট বা শ্রাগ।

ফুলহাতা ব্লাউজ়: ঠান্ডা যদি অল্প হয়, তা হলে ফুলহাতা, গলাবন্ধ কারুকাজ করা ব্লাউজ় বেছে নিতে পারেন। সুতো, পুঁতি, জরি, পাথরের কাজ করা রকমারি ফুলহাতা ব্লাউজ় কিন্তু বেশ ট্রেন্ডি। করিনা কপূর থেকে দীপিকা পাড়ুকোন, বিভিন্ন অভিনেত্রীকে এমন ব্লাউজ় পরতে দেখা গিয়েছে।

করিনা কপূরের মতো গলাবন্ধ ঠাসা কাজের এমন ব্লাউজ় পরতে পারেন শীতকালে বিয়েবাড়িতে।

করিনা কপূরের মতো গলাবন্ধ ঠাসা কাজের এমন ব্লাউজ় পরতে পারেন শীতকালে বিয়েবাড়িতে। ছবি: সংগৃহীত।

ব্লাউজ়ের বদলে ফুলহাতা স্কিভি: শীতের বিয়েবাড়িতে শাড়ি পরতে পারেন ফুলহাতা একরঙা গলাবন্ধ সোয়েটার, সোয়েট শার্ট দিয়ে। একরঙা উলেন ক্রপ টপও বেছে নিতে পারেন। কালো বা লাল রঙের সঙ্গে মোটামুটি অনেক শাড়িই মানানসই হয়। গলাবন্ধ সোয়েটার বা স্কিভির সঙ্গে পরতে হবে উপযুক্ত গয়না।

ব্লাউজ়ের বদলে গলাবন্ধ সোয়েটার, টপও মানানসই হতে পারে।

ব্লাউজ়ের বদলে গলাবন্ধ সোয়েটার, টপও মানানসই হতে পারে। ছবি: সংগৃহীত।

শাড়ির সঙ্গে শ্রাগের যুগলবন্দিও মানাবে: শাড়ির সঙ্গে পরার জন্য উলের শ্রাগ যেমন বেছে নিতে পারেন, তেমনই শাড়ির সঙ্গে মানানসই একটু মোটা কাপড় দিয়ে ব্লেজ়ারের কায়দায় লম্বা ঝুলের শ্রাগ বানিয়ে নিতে পারেন।

কাশ্মীরি কোট: কাশ্মীরি কোটও শাড়ির সঙ্গে বেশ মানাবে। লম্বা ঝুলের নয়, মাঝারি কোটই শাড়ির সঙ্গে মানানসই হবে। আঁচল বাইরে রাখতে পারেন, আবার শাড়ির উপরে কোট পরে আঁচল গলায় পেঁচিয়েও নেওয়া যেতে পারে।

ট্রেঞ্চ কোট: হাঁটু ঝুলের পোশাক বা মিনি স্কার্টের মতো পশ্চিমী ধাঁচের পোশাকের সঙ্গে এই ধরনের কোট মানানসই। তবে শাড়ির সঙ্গে তার যুগলবন্দিও বেশ যায়। প্রচণ্ড ঠান্ডা পড়ে, এমন জায়গায় এই ধরনের কোট বেছে নিতে পারেন। শাড়ির সঙ্গে ফুলহাতা গলাবন্ধ একরঙা সোয়েটারের উপরেও ট্রেঞ্চ কোট পরা চলে। এ ক্ষেত্রে ট্রেঞ্চ কোটে শাড়ি যাতে পুরোপুরি ঢেকে না যায়, সে জন্য আঁচলটি বাইরে রাখতে পারেন।

Advertisement
আরও পড়ুন