Hair Care

শীতের রোদে রুক্ষ হয়ে যেতে পারে চুলও, কী ভাবে অ্যালো ভেরা ব্যবহার করলে নরম হবে কেশ?

নিয়মিত পার্লারে গিয়ে চুলের পরিচর্যা করানো সম্ভব নয়। তা ছাড়া হাতের কাছে অ্যালো ভেরা থাকলে ঘরে বসেই নেওয়া যায় চুলের যত্ন। রইল তার হদিস।

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ০২ ডিসেম্বর ২০২৪ ১৯:৪০

ছবি: সংগৃহীত।

সূর্যের কিরণে শুধু ত্বক নয়, রুক্ষ হয় চুলও। সেই সঙ্গে বাড়তে থাকে চুল পড়ার সমস্যাও। ফিকে হয়ে যায় চুলের জেল্লা। তবে তাই বলে তো নিয়মিত পার্লারে গিয়ে চুলের পরিচর্যা করানো সম্ভব নয়। তা ছাড়া হাতের কাছে অ্যালো ভেরা থাকলে ঘরে বসেই নেওয়া যায় চুলের যত্ন। রইল তার হদিস।

Advertisement

মধু, নারকেল তেল ও অ্যালো ভেরা

শুষ্ক চুলে আর্দ্রতা ফেরাতে ও চুলের জেল্লা ফেরাতে এই মিশ্রণটির জুড়ি মেলা ভার। এক চামচ মধু, দু’ চামচ নারকেল তেল ও দু’ চামচ অ্যালো ভেরা নিয়ে একটি মিশ্রণ তৈরি করুন। স্নানের আধ ঘণ্টা আগে এই মিশ্রণ চুলে লাগিয়ে নিন। আধ ঘণ্টা পর শ্যাম্পু করে ধুয়ে ফেলুন চুল।

দই ও অ্যালো ভেরা

চুলের জেল্লা ধরে রাখতে দু’ চামচ টক দইয়ের সঙ্গে মিশিয়ে দিন এক চামচ অ্যালো ভেরা জেল। এই মিশ্রণ প্রায় দশ মিনিট ধরে মাথার ত্বকে মালিশ করে শ্যাম্পু করে ধুয়ে নিন চুল।

অ্যালো ভেরা ও ডিম

একটি পাত্রে ডিমের কুসুম ও দু’চামচ অ্যালো ভেরা ও তার সঙ্গে এক চামচ অলিভ অয়েল নিয়ে ভাল করে মিশিয়ে নিন। প্যাকটি চুলে মেখে আধ ঘণ্টা পর চুল ভাল করে ধুয়ে শ্যাম্পু করে নিন। চুলের স্বাভাবিক বৃদ্ধি ও চুল পড়া রোধ করতে এই প্যাক বিশেষ কার্যকর।

Advertisement
আরও পড়ুন