Skin

Makeup Tips : রূপটানের পরেও বয়স্ক দেখাচ্ছে? এই ভুলগুলি করছেন না তো

নিজেকে সুন্দর করে তুলতে গিয়ে অতিরিক্ত প্রসাধন সামগ্রীর ব্যবহার কী সৌন্দর্য প্রকাশে ব্যাঘাত ঘটাচ্ছে?

Advertisement
নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ২৮ নভেম্বর ২০২১ ১৩:৫৫
অতিরিক্ত ফাউন্ডেশন ব্যবহার করা থেকে বিরত থাকুন।

অতিরিক্ত ফাউন্ডেশন ব্যবহার করা থেকে বিরত থাকুন। ছবি: সংগৃহীত

উৎসব-অনুষ্ঠানে নিজেকে আকর্ষণীয় করে সকলেই রূপটান করে থাকেন। তবে রূপটান যেমন সৌন্দর্য বাড়ায়, তেমনই রূপটানের সময় সামান্যতম ভুলও কিন্তু ত্বকে বয়সের ছাপ স্পষ্ট করে দিতে পারে।

রূপটানের সময় কোন ভুলগুলি তাই একেবারে করবেন না?

১) অতিরিক্ত ফাউন্ডেশন ব্যবহার করা থেকে বিরত থাকুন। রূপটানের ক্ষেত্রে ফাউন্ডেশন অতি গুরুত্বপূর্ণ একটি উপাদান। কিন্তু প্রয়োজনের অতিরিক্ত ফাউন্ডেশন না ব্যবহার করাই ভাল।

Advertisement

২) শুধু ফাউন্ডেশন নয়, অতিরিক্ত ফেস পাউডারের ব্যবহার ত্বকে বয়সের ছাপ স্পষ্ট করে তুলতে পারে।

বেশি গাঢ় করে ভ্রূ না আঁকাই ভাল।

বেশি গাঢ় করে ভ্রূ না আঁকাই ভাল। ছবি: সংগৃহীত

৩) ত্বকের ঔজ্জ্বল্য বাড়াতে অনেকেই শিমার ব্যবহার করে থাকেন। শিমার মূলত দুই গালে ও চোখের পাতার উপর লাগানোর নিয়ম। তবে মুখের অন্যান্য অংশে শিমারের ব্যবহার চেহারায় বার্ধক্যের ছাপ ফুটে উঠতে পারে।

৪) যথাসম্ভব কম ব্লাশ অন ব্যবহার করাই ভাল। অতিরিক্ত ব্লাশ অন ব্যবহার করলে গালের দু'পাশের চামড়া ঝুলে গেছে বলে মনে হয়।

৫) ভ্রূ আঁকার সময় সতর্ক থাকুন। বেশি গাঢ় করে ভ্রূ না আঁকাই ভাল। ভ্রূ অতিরিক্ত মোটা হয়ে খেলে বেশি বয়স্ক দেখতে লাগবে।

৬) অনেকে ম্যাট লিপস্টিক পরতে ভালবাসেন। তবে চেহারার সঙ্গে মানানসই ম্যাট লিপস্টিক না পরলে মুখে বয়সের ছাপ প্রকট হয়ে ওঠার সম্ভাবনা থাকে।

Advertisement
আরও পড়ুন