Dead Body in Box

বাড়িতে এসেছিল বাক্স, খুলতেই বেরিয়ে পড়ল দেহ, সঙ্গে কোটি টাকা চেয়ে হুমকির চিঠি

পুলিশ জানিয়েছে, মৃত ব্যক্তির বয়স ৪৫ বছরের আশপাশে। চার-পাঁচ দিন আগে খুন করা হয়েছে তাঁকে।

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
কলকাতা শেষ আপডেট: ২০ ডিসেম্বর ২০২৪ ১৫:২২
মহিলা বাক্স খুলতেই দেখেন, তার ভিতরে রয়েছে লাশ।

মহিলা বাক্স খুলতেই দেখেন, তার ভিতরে রয়েছে লাশ। ছবি: সংগৃহীত।

বাড়িতে এসেছিল বড়সড় একটি বাক্স। মহিলা সেই বাক্স খুলতেই দেখেন, তার ভিতরে রয়েছে লাশ। পুলিশের দাবি, চার থেকে পাঁচ দিন আগে মৃত্যু হয়েছে ওই ব্যক্তির। অন্ধ্রপ্রদেশের গোদাবরী জেলার ঘটনা। নাগা তুলসি নামে ওই মহিলা ইয়েন্দাগান্দি গ্রামের বাসিন্দা। পুলিশ এফআইআর দায়ের করে তদন্ত শুরু করেছে। মৃতের পরিচয় জানার চেষ্টা চলছে। পাশাপাশি, যে ব্যক্তি তুলসির বাড়িতে ওই বাক্স রেখে গিয়েছেন, তাঁর খোঁজ চলছে।

Advertisement

তুলসি জানিয়েছেন, তাঁর বাড়ি তৈরি করে দেওয়ার জন্য ‘ক্ষত্রিয় সেবা সমিতি’ নামে একটি স্বেচ্ছাসেবী সংগঠনের কাছে আবেদন করেছিলেন তিনি। প্রথম ধাপে ওই সংগঠনের তরফে তাঁর বাড়িতে কিছু টালি পাঠানো হয়েছিল। এর পরে তিনি আরও কিছু সাহায্যের আর্জি জানান ওই সংগঠনকে। সংগঠনের তরফে সাহায্যের আশ্বাস দেওয়া হয়। পরে তুলসিকে হোয়াটস্‌অ্যাপ করে জানানো হয়, তাঁকে ফ্যান, লাইট, সুইচ দিয়ে সাহায্য করা হবে।

বৃহস্পতিবার রাতে তুলসির বাড়িতে পাঠানো হয় বাক্স। এক ব্যক্তি বাক্স রেখে জানান, তার ভিতরে বৈদ্যুতিক যন্ত্র রয়েছে। এর পরে বাক্স খুলতেই আতঙ্কিত হয়ে পড়েন তুলসি। বাক্সের ভিতর রয়েছে একটি দেহ, সঙ্গে রয়েছে একটি চিঠি। সেই চিঠিতে হুঁশিয়ারি দিয়ে লেখা হয়েছে, ১.৩০ কোটি টাকা না দিলে ফল ভুগতে হবে। তুলসি খবর দেন থানায়। পুলিশ এসে দেহ ময়নাতদন্তের জন্য পাঠিয়ে দেয়। পুলিশ জানিয়েছে, মৃত ব্যক্তির বয়স ৪৫ বছরের আশপাশে। চার-পাঁচ দিন আগে খুন করা হয়েছে তাঁকে। ওই সংগঠনের প্রতিনিধিদের জিজ্ঞাসাবাদের জন্য ডেকে পাঠানো হয়েছে।

Advertisement
আরও পড়ুন